সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মেলবোর্নে কনসার্টে গিয়েছিলেন নেহা কক্কর। আর সেখানে মঞ্চে উঠতেই শ্রোতাদের রোষের মুখে পড়লেন গায়িকা। একের পর এক কটাক্ষ ধেয়ে এল তাঁর দিকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কেঁদে ফেলেন নেহা! ঠিক কী ঘটেছে?

সোশাল মিডিয়ায় নেহার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গায়িকা মেলবোর্নের মঞ্চে গান গাইতে উঠে কেঁদে ভাসাচ্ছেন! এই ঘটনা দেখেই নেটপাড়ায় জোর শোরগোল পড়ে গিয়েছে। গায়িকার সঙ্গে কী এমন ঘটেছে? আসলে মেলবোর্নের এই শোয়ে গায়িকা তিন ঘণ্টা দেরিতে পৌঁছান। সন্ধে সাড়ে সাতটায় মঞ্চে ওঠার কথা থাকলেও গায়িকা অনুষ্ঠানে আসেন রাত দশটায়। আর তাতেই যত বিপত্তি! শ্রোতারা একটা সময়ের পর অধৈর্য হয়ে পড়েন। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, গায়িকা শুধু কাঁদছেন তাই নয়, উপস্থিত দর্শকদের কাছে ক্ষমাও চাইছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, "আপনারা সত্যিই খুব ভালো শ্রোতা। এতক্ষণ ধরে আমার গান শোনার জন্য অপেক্ষা করেছেন। আমি জীবনে কখনও দেরি করে অনুষ্ঠানে যাইনি। কারণ দেরি করাটা আমার খুবই অপছন্দের বিষয়। আমি সত্যিই দুঃখিত। আপনাদের এই সহযোগিতা আমি আজীবন মনে রাখব।" গায়িকার প্রতিক্রিয়া শুনেই একজন শ্রোতা গর্জে ওঠেন, "আপনি হোটেলে ফিরে যান।" আরেক শ্রোতাকে বলতে শোনা গিয়েছে, "এটা ভারত নয়, অস্ট্রেলিয়া।" অপর শ্রোতা বলে ওঠেন, "খুব ভালো অভিনয় করলেন। কিন্তু মনে রাখবেন এটা ইন্ডিয়ান আইডল নয়। আর আপনি শিশু-কিশোরদের সঙ্গে পারফর্মও করছেন না।"
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখেই নিন্দার ঝড় উঠেছে। প্রায় সকলেই নেহার সময়জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, শ্রোতাদের কাছে ক্ষমা চাওয়ার পরে মেলবোর্নে এক ঘণ্টাও অনুষ্ঠান করেননি নেহা।