সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী আবহেই পর্যটনের জোয়ার আনতে নেপালকে করোনমুক্ত ঘোষণা করেছিলেন তিনি। মাত্র আট মাসের মাথাতেই এবার করোনা আক্রান্ত হলেন খোদ সেই মন্ত্রীই। কোভিড পজিটিভ হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘোষণা করেন নেপালেন পর্যটনমন্ত্রী যোগেশ ভট্টরাই।
১০ অক্টোবর তিনি করোনা আক্রান্ত হন। এই প্রথম নেপালের মন্ত্রিসভার কোন সদস্য করোনা আক্রান্ত হলেন। তবে চিন্তাটা অন্যত্র। আক্রান্ত হওয়ার আগের দিনই মন্ত্রিসভার বাকি সদস্যদের সঙ্গে বৈঠক সেরেছিলেন তিনি। ফলে মন্ত্রিসভার বাকি সদস্যদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই বৈঠকে উপস্থিত ছিলেন খোদ নেপালেন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মাও।
[আরও পড়ুন : শিনজিয়াংয়ের বন্দিশিবিরে হাহাকার! উইঘুর মুসলিমদের চুল কেটে বিদেশে বেচছে চিন]
গত ফেব্রুয়ারি মাসে প্রথম খবরের শিরোনামে আসেন যোগেশ। করোনার ছোবলে গোটা বিশ্ব যখন কাতরাচ্ছে, ঠিক তখনই নেপালকে করোনামুক্ত ঘোষণা করেছিলেন তিনি। পর্যটকদের হিমালায়ের কোলে ছোট্ট দেশটিতে আসার আবেদন জানিয়েছিলেন। প্রসঙ্গত, জানুয়ারি মাসেই সে দেশে করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। যদিও এক মাসের মধ্যে করোনাকে হারিয়ে দিতে পেরেছে বলে দাবি করেছিল নেপাল। এবার সেই মন্ত্রীই করোনা আক্রান্ত হলেন। ফেসবুক পোস্টে যোগেশ লিখেছেন, “গত সোমবার করোনা পরীক্ষা করিয়েছিলাম। তখন রিপোর্ট নেগেটিভ আসে। আমি কাঠমান্ডুর বাইরে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। তারপর শরীরটা সামান্য খারপ লাগছিল। জ্বর ছিল। ফের করোনা পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে।” তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন যোগেশ।
[আরও পড়ুন : পাকিস্তানে ফের ভাঙা হল মন্দির, হিন্দুদের উপর অত্যাচারের নিন্দা মানবাধিকার সংগঠনগুলির]
নেপালে হুড়মুড়িয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সে দেশে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। ও করোনায় সে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪। কমছে সুস্থতার হার। এমন পরিস্থিতিতে দেশের মন্ত্রী করোনা আক্রান্ত হওয়ায়, আমজনতার চিন্তা যে আরও বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।