shono
Advertisement

Breaking News

গুরমেহরকে খাটো করতে চাইনি, মত বদলালেন শেহবাগ

তাঁর রসিকতা ক্রমশ অন্য অভিমুখ নেওয়াতেই সতর্ক হলেন শেহবাগ৷ The post গুরমেহরকে খাটো করতে চাইনি, মত বদলালেন শেহবাগ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:58 PM Mar 01, 2017Updated: 05:21 PM Jan 03, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ, যুদ্ধ ও শান্তি নিয়ে নিজের মতবাদ জানিয়েছিলেন শহিদ কন্যা গুরমেহর কৌর৷ জানিয়েছিলেন, পাকিস্তান নয়, তাঁর বাবার মৃত্যু যুদ্ধের কারণেই৷ কিন্তু সে কথা মেনে নিতে পারেননি অনেকেই৷ এমনকী ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগও৷ তাঁর দাবি ছিল, পাকিস্তানের বিরুদ্ধে ত্রিশত রান তিনি করেননি৷ করেছে তাঁর ব্যাট৷ গুরমেহরের ভঙ্গিতেই এ কথা টুইটারে জানান শেহবাগ৷ তা নিয়েই হাসি-মশকরার ঢেউ ওঠে৷ এরপরই মত বদলালেন শেহবাগ৷ বুধবার টুইট করে তিনি বলেন, কোনওভাবেই গুরমেহরের উপর তাঁর মত চাপিয়ে দিতে চাননি তিনি৷ তাঁকে খাটোও করেননি৷

Advertisement

আধার ছাড়াই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন পেনশনভোগীরা

শেহবাগের টুইটের পর থেকেই গুরমেহরের কথা নিয়ে বেদম ঠাট্টা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়৷ তাতে যোগ দেন সেলেবরাও৷ রণদীপ হুডা শেহবাগকে সমর্থন করেন৷ কুস্তিগির যোগেশ্বর দত্তও গুরমেহরের তুলনা করেন লাদেন-হিটলারদের সঙ্গে৷ এরপরই পাল্টা টুইট করে পুরো বিষয়টি পরিষ্কার করেন শেহবাগ৷ বুধবার তিনি জানান, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে৷ গুরমেহরের যেমন আছে অন্যদেরও তেমন আছে৷ তবে গুরমেহরকে এ জন্য যারা ধর্ষণের হুমকি দিয়েছে, তাদের চরম নিন্দা করেন তিনি৷ সেইসঙ্গে জানিয়ে দেন, গুরমেহরের উপর কোনও মতবাদ তিনি চাপিয়ে দিতে চাননি৷ খানিকটা রসিকতার ছলেই এ কথা বলেছিলেন৷ তবে তাঁর রসিকতা ক্রমশ অন্য অভিমুখ নেওয়াতেই সতর্ক হলেন শেহবাগ৷

গুরমেহরের সমর্থনেই কথা বলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা বালান৷ তিনি জানান, প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আছে৷ কোনওরকম হিংসার তিনি বিরোধী বলেও জানিয়ে দেন৷

প্রসঙ্গত, মঙ্গলবারের মিছিলে অংশ নেননি গুরমেহর৷ আন্দোলন থেকেও তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন৷ তবে মিছিলে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন তিনি৷

 

কয়েকটি সায়ানাইড ক্যাপসুলই পাল্টে দিয়েছিল ভারতের ইতিহাস!

The post গুরমেহরকে খাটো করতে চাইনি, মত বদলালেন শেহবাগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement