-
- ফটো গ্যালারি
- New canteen khadya chhaya open at nabanna with special food items chief secretary inaugurates
নবান্নে চালু নতুন ক্যান্টিন 'খাদ্যছায়া', স্পেশ্যাল কী কী পাওয়া যাবে, চলুন ঘুরে আসা যাক
ক্যান্টিনের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
শহরের মূল কেন্দ্র থেকে কিছুটা দূরে, গঙ্গার তীরে এ রাজ্যের মূল প্রশাসনিক ভবন - নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে বসার পর সাদা-নীল ১৪ তলা ভবনটি সাজিয়ে তুলেছেন নিজের পছন্দে।
Tap to expand
নবান্নের একতলায় এবার চালু হল নতুন ক্যান্টিন। নামকরণের দায়িত্ব পড়ে মুখ্যমন্ত্রীর উপর। তিনি নাম দেন 'খাদ্যছায়া'। মঙ্গলবার সুন্দর অন্দরসজ্জা বিশিষ্ট 'খাদ্যছায়া'র দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।
Tap to expand
বাঙালি, চাইনিজ সব ধরনের রকমারি খাবার পাওয়া যাবে এই 'খাদ্যছায়া'য়। রয়েছে অর্গানিক মধু, ঘি, চা, রকমারি মিষ্টিও। রয়েছে আমিষ ও নিরামিষ থালি। নবান্নের ক্যান্টিনে খেতে খরচ পড়বে ৫৫ থেকে ৮০ টাকা।
Tap to expand
নবান্নের কর্মীদের জন্য এই প্রশাসনিক ভবনেই ক্যান্টিন প্রয়োজন ছিল। সেই কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে তা চালু হয়ে গেল। একসঙ্গে ৪৪ জন বসে খেতে পারবেন 'খাদ্যছায়া'য়।
Tap to expand
মঙ্গলবার ক্যান্টিন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অর্থসচিব মনোজ পন্থ, পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য, পঞ্চায়েত দফতরের পি উলগানাথন। ক্যান্টিন চালাবেন বাছাই করা ২৫ জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। সামগ্রিক তত্ত্বাবধানে 'আনন্দধারা'র মৌমিতা দাস।
Published By: Sucheta SenguptaPosted: 05:02 PM Apr 25, 2023Updated: 05:18 PM Apr 25, 2023
ক্যান্টিনের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।