সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভূরি ভূরি মামলা হয়েছে। ফের নতুন মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। বাংলাদশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হাসিন ঘনিষ্ঠ ১২ জনের বিরুদ্ধে।
ইউনুস সরকার ক্ষমতায় আসতেই আয়নাঘর নিয়ে অভিযোগ ওঠে হাসিনার বিরুদ্ধে। বলা হয়, সমালোচকদের এই আয়নাঘরে বন্দি করে রাখতেন আওয়ামি লিগ নেত্রী। সেখানে তাদের অকথ্য অত্যাচারের পাশাপাশি মগজধোলাই করা হত বলে অভিযোগ। অনেকেই নাকি কুখ্যাত আয়নাঘর থেকে আর ফেরেননি। সোমবার গুমখুনের ঘটনাতেই হাসিনা-সহ ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদার হাসিনাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা-সহ ১২ জনকে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগ নেত্রী হাসিনা ছাড়াও তাঁর প্রতিরক্ষা সংক্রান্ত উপদেষ্টা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি, বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি বেনজির আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর আগে 'গণহত্যা'র অভিযোগ হাসিনা-সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।