shono
Advertisement

হিমালয়ের শীর্ষে নতুন লেক! সর্বোচ্চ হ্রদের তকমা পাওয়ার যুদ্ধে নেপালের কাজিন সারা

এর আগে পর্যন্ত লেক তিলিচোই ছিল সর্বোচ্চ লেক৷ The post হিমালয়ের শীর্ষে নতুন লেক! সর্বোচ্চ হ্রদের তকমা পাওয়ার যুদ্ধে নেপালের কাজিন সারা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:56 PM Aug 15, 2019Updated: 06:56 PM Aug 15, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা রেঞ্জের লেক তিলিচো৷ এতদিন এটাই বিশ্বের সর্বোচ্চ হ্রদের শিরোপা মাথায় পরে ছিল৷ নেপাল ভূখণ্ডে ৮৯১৯ মিটার উঁচুতে অবস্থিত এই হ্রদ৷ কিন্তু এবার সেই মুকুট হারাতে চলেছে সে৷

Advertisement

[আরও পড়ুন: পরিবেশ রক্ষায় নজর মোদির, গান্ধী জয়ন্তীতে সূচনা হবে প্লাস্টিক বিরোধী কমর্সূচির]

মাস খানেক আগেই হিমালয়ে ট্রেকিংয়ে গিয়ে নেপালের মানাংয়ের কাছে একখণ্ড জলরাশি চোখে পড়ে পর্বতারোহীদের৷ তখন তাঁরা প্রায় ৫০০০ মিটার উপরে৷ তাঁরা বুঝতে পারেন, ওটি আসলে একটি লেক, বরফঘেরা এলাকার মাঝে স্বচ্ছ সবুজাভ নীল জল৷ নাম কাজিন সারা৷ খুব ছোট লেকও নয়৷ পর্বতারোহীর দল মাপজোকও করেন৷ তাঁরাই ট্রেকিং শেষে সমতলে নেমে চেম এলাকার প্রশাসনকে একটি রিপোর্ট জমা দেন৷ প্রশাসনক কর্তা লোকেন্দ্র ঘালে জানিয়েছেন, ‘কাজিন সারা লেকটি মোটামুটি ১৫০০ মিটার দীর্ঘ, ৬০০ মিটার চওড়া৷ ৫২০০ মিটার উচ্চতায় অবস্থিত৷ এবং সম্ভবত এটিই বিশ্বের সর্বোচ্চ হ্রদ৷’

এতদিন এই নেপালের মানাংয়েরই তিলিচো লেক ছিল বিশ্বের উচ্চতম হ্রদ৷ নেপালের পরিবেশ দপ্তরের সূত্র অনুযায়ী, ৪৯১৯ মিটার উঁচুতে অবস্থিত হ্রদটি ৪ কিলোমিটার দীর্ঘ, প্রায় দেড় কিলোমিটার চওড়া এবং ২০০ মিটার গভীর৷ এত উঁচুঁতে থাকার কারণেই এই হ্রদের জলে কোনও জীবের অস্তিত্ব নেই৷ তবে এই লেক ঘিরে আশেপাশে বেশ কিছু কল্পকাহিনিও শোনা যায়৷ বলা হয়, রামায়ণের কাকভুষুণ্ডির জলাশয়ই ২০০০ সালে আবিষ্কৃত হওয়া এই লেক তিলিচো৷ তাই হিন্দুরাষ্ট্র নেপালে এই হ্রদ খুব পবিত্র বলে ধরা হয়৷ কঠিন রাস্তা পেরিয়ে লেকে গিয়ে অনেকেই পুজো দেন৷

[আরও পড়ুন: পৃথিবীর বন্ধন থেকে স্বাধীন, বিরাট লাফে চাঁদের কক্ষপথমুখী চন্দ্রযান-২]

তবে নব আবিষ্কৃত কাজিন সারা লেক নিয়ে আরও বিস্তারিত গবেষণার পরই বোঝা যাবে, লেক তিলিচোর কৌলিন্য ম্লান হয়ে গেল কি না৷ উচ্চতার নিরিখে কে কাকে হারিয়ে দিল, সেটাও দেখা যাবে৷

The post হিমালয়ের শীর্ষে নতুন লেক! সর্বোচ্চ হ্রদের তকমা পাওয়ার যুদ্ধে নেপালের কাজিন সারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement