shono
Advertisement

কিমের মেয়ের নামে রাখা যাবে না সন্তানের নাম, নয়া ফতোয়া উত্তর কোরিয়ায়

২০১৪ সালে নিজের নাম নিয়েও একই ফতোয়া জারি করেছিল কিম।
Posted: 04:53 PM Feb 16, 2023Updated: 04:53 PM Feb 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে, এ তো বাঙালির জানা কথা। এই বিষয়ে একনায়ক কিম জং উনের (Kim Jong Un) দেশ উত্তর কোরিয়াও (North Korea) হয়তো প্রতিযোগিতায় নামকে পারে। সম্প্রতি নতুন ফরমান জারি হয়েছে সেদেশে। জানানো হয়েছে, কিমের মেয়ের নামে যেন দেশের কোনও মেয়ের নাম না হয়। যদিও কারও একই নাম থেকেও থাকে তবে তা অবিলম্বে বদলে ফেলতে হবে। কারণ আদরের মেয়ের প্রতি এটাই কিম রাজার ইচ্ছে ভালবাসার প্রকাশ।

Advertisement

উত্তর কোরিয়া শাসক কিম জং উনের মেয়ের নাম জু আয়ে। দশ বছর বয়স তাঁর। ইতিমধ্যে প্রশাসনের তরফে জানানো হয়েছে, দেশের যে মেয়েদের নাম জু আয়ে তাঁরা যেন দ্রুত তাঁদের নাম বদলে ফেলে। এমনকী নয়া ফরমানে বলা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে নাম বদলে ফেলতে হবে। শাসকের এমন ফরমান পছন্দ না হলেও নির্দেশ মানতে বাধ্য হচ্ছে নাগরিকরা। কারণ স্বয়ং কিমের মেয়ের বিষয় বলে কথা।

[আরও পড়ুন: লালফৌজকে জোর টক্কর, চিনা আগ্রাসন রুখতে মোদির তিন ‘মাস্টারস্ট্রোক’]

উল্লেখ্য, কিম জং উনের তিন সন্তান রয়েছে। এদের মধ্যে কেবলমাত্র জু আয়েকেই প্রকাশ্যে দেখা গিয়েছে। প্রথমবার দেখা যায় গত বছরের নভেম্বর মাসে। সেনার প্যারেডের সময় দেখা গিয়েছিল কিম-কন্যাকে। উল্লেখ্য, ২০১৪ সালে নিজের নামের বিষয়ে একই ফরমান জারি করেছিল কিম। যার পর উত্তর কোরিয়ার বাকি কিমদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার যোগাড় হয়েছিল। দ্রুত সকলেই নাম বদলে ফেলেন।

[আরও পড়ুন: মাটির তলা থেকে ভেসে আসছে রহস্যময় শব্দ! ফের ভূমিকম্পের আশঙ্কায় কাঁপছে লাটুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement