সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা ফুটবলারদের নতুন ঠিকানা এবার সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এসেছিলেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে একে একে সৌদি আরবে এসেছেন করিম বেঞ্জিমা, সাদিও মানেরা।
এবার নেইমারের নতুন ঠিকানা সৌদি আরবের ক্লাব আল হিলাল। মোট চুক্তির অর্থ প্রায় ৩০০ মিলিয়ন ডলার।
ইউরোপের লিগ ধীরে ধীরে তারকা হারাচ্ছে। উলটে উঠে আসছে সৌদি প্রিমিয়ার লিগ। একাধিক তারকাদের উপস্থিতিতে ইতিমধ্যেই সৌদি লিগ সবার নজরে।
৯ কোটি ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে আল হিলালে গেলেন নেইমার। এমনটাই খবর। এর সঙ্গে রয়েছে অন্যান্য শর্তও। য়ার ফলে অর্থের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: স্বাধীনতা দিবসের স্পেশ্যাল ভিডিও থেকে বাদ ইরমান খান, সমর্থকদের রোষানলে পাক বোর্ড]
আল হিলালের সঙ্গে ২ বছরের চুক্তি ব্রাজিলীয় তারকার। দরকার হলে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়াতেই পারেন নেইমার।
একসময়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির সঙ্গে একই বন্ধনীতে বসানো হত নেইমারকে। কিন্তু চোটআঘাত এবং অন্যান্য কারণে নেইমার ক্রমশ পিছিয়ে পড়েন দুই কিংবদন্তির থেকে। মেসির সঙ্গে একই ক্লাবে খেলেছেন নেইমার। এবার ইউরোপ ছাড়লেন তিনি। বিশাল অর্থের জন্যই নেইমারের এই পদক্ষেপ বলে মনে করেন অনেকে।
পিএসজি যে ছাড়বেন নেইমার, তা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল।এবার তা হল। প্যারিস সাঁজ জাঁর জার্সি পরে পাঁচ বার লিগ ওয়ান জিতেছেন নেইমার। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও ওঠেন।
২০১৭ সালে পাহাড়প্রমাণ ট্রান্সফার ফি-র বিনিময়ে বার্সা থেকে প্যারিস সাঁ জাঁ-য় গিয়েছিলেন ব্রাজিলীয় তারকা। ট্রান্সফার ফি-র দিক থেকে বিশ্বরেকর্ড গড়েছিলেন ব্রাজিলীয় তারকা।
২২ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজি-তে নেইমার গিয়েছিলেন।
ইটালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো টুইট করে জানিয়েছেন, ”২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আল হিলালে চুক্তি নেইমারের। আল হিলালে ১০ নম্বর জার্সি পরবেন নেইমার। চলতি সপ্তাহের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে আল হিলালের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করানো হবে নেইমারকে।