অর্ণব আইচ: ভিসার উপর জাল স্ট্যাম্প। এই অভিযোগে বাংলা সিনেমায় অভিনয় করতে আসা এক নাইজেরিয়কে পুলিশ গ্রেপ্তার করল। পুলিশ জানিয়েছে, নাইজেরিয় ওই অভিনেতা ২০১৩ সালে কলকাতায় আসেন। বাংলা সিনেমার এক অভিনেতার মাধ্যমে পুলিশ জেনেছে, তাঁরা একটি এজেন্সির মাধ্যমে নাইজেরিয় অভিনেতাদের কলকাতায় অভিনয়ের জন্য নিয়ে আসেন। অভিযুক্ত এই অভিনেতাকেও সেভাবে আনা হয়েছিল। তবে তাঁর বছরখানেকের ভিসা ছিল। কিন্তু ভিসার মেয়াদ শেষে হলেও তিনি আর দেশে ফিরে যাননি।
অভিযোগ, তারপর এদেশের থাকার জন্য এক উপায় বের করেন নাইজেরিয় ওই অভিনেতা। তিনি সংশ্লিষ্ট দপ্তরের জাল স্ট্যাম্প বানিয়ে নেন। প্রত্যেক বছর নিজেই ভিসার উপর জাল স্ট্যাম্পের ছাপ দিতে শুরু করেন। তিনি যাঁদের সঙ্গে কাজ করতেন, সেই বাংলা ছবির অভিনেতা বা কলাকুশলীরা কেউই জানতেন না যে, এভাবে জালিয়াতির সাহায্যে কলকাতায় রয়েছেন ওই নাইজেরিয় ব্যক্তি। সম্প্রতি কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের আধিকারিকরা জানতে পারেন যে, ভিসা পুনর্নবীকরণ না করেই তিনি রয়েছেন কলকাতায়। সেই সূত্র ধরে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর থানার সাহায্য নিয়ে সিকিউরিটি কন্ট্রোলের আধিকারিকরা রবীন্দ্র সরোবর এলাকায় ওই নাইজেরীয়র বাড়িতে তল্লাশি চালান। তাঁর বাড়ি থেকেই জাল ভিসা ও জাল স্ট্যাম্প উদ্ধার হয়। অভিযুক্তকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
[ শ্লীলতাহানির পর দুই যুবতীকে ‘অপহরণ’, রাতের শহরে শাটল আতঙ্ক ]