shono
Advertisement

‘আপনাদের নতুন জাতির জনক দেশের জন্য করেছেন কী?’, মোদিকে বেনজির তোপ নীতীশের

ক'দিন আগে মোদিকে নতুন ভারতের জাতির জনক আখ্যা দিয়েছিলেন দেবেন্দ্র ফড়ণবিসের স্ত্রী।
Posted: 12:49 PM Jan 01, 2023Updated: 12:49 PM Jan 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির সঙ্গ ছাড়ার পর যত দিন যাচ্ছে, নীতীশ কুমারের (Nitish Kumar) বিজেপি বিরোধিতার ধার যেন ততই বাড়ছে। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেনজির ভাষায় আক্রমণ করলেন বিহারের মুখ্যমন্ত্রী। দিনকয়েক আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের স্ত্রী অমৃতা ফড়ণবিস (Amruta Fadanbis) মোদিকে ‘নতুন ভারতের জাতির জনক’ আখ্যা দিয়েছিলেন। সেই সূত্র ধরেই নীতীশ এবার প্রশ্ন তুললেন, আপনাদের নতুন জাতির জনক দেশের জন্য করেছেনটা কী?

Advertisement

কিছুদিন আগে অমৃতা ফড়ণবিস এক সাক্ষাৎকারে বলেন,”ভারতের রাষ্ট্রপিতা দু’জন। একজন মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)। তিনি আগেকার দিনের। আর নতুন ভারতের রাষ্ট্রপিতা নরেন্দ্র মোদি।” বস্তুত ঘুরিয়ে মোদিকে (Narendra Modi) গান্ধীজির পাশের সারিতেই বসিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। সে নিয়ে কংগ্রেসের তরফে বিস্তর প্রতিবাদ, সমালোচনা হয়েছে। এবার নীতীশও সেই ইস্যু তুলে মোদি তথা গোটা বিজেপির সমালোচনা করলেন।

[আরও পড়ুন: RSS’র সদর দপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য নাগপুরে]

বিহারের মুখ্যমন্ত্রী বললেন, “আমরা ইদানিং শুনছি নাকি নতুন জাতির জনক এসেছেন। তা আপনাদের নতুন ভারতের নতুন জনক দেশের জন্য করেছেন কী? দেশের কোন উন্নতিটা হয়েছে। কোথায় অগ্রগতি হয়েছে। ” এরপরই সরাসরি বিজেপিকে (BJP) আক্রমণ করে নীতীশ কুমার বলে দেন,”স্বাধীনতার যুদ্ধের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। আরএসএসের (RSS) স্বাধীনতা সংগ্রামে কোনও অবদানই নেই।”

[আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দির ভেঙে ফের তৈরি হবে মসজিদ! মুসলিম ধর্মগুরুর হুঁশিয়ারিতে বিতর্ক]

নীতীশের এই সূরে বিজেপিকে আক্রমণ করাটা বেশ তাৎপর্যপূর্ণ। একদিন আগেই নীতীশ কুমার রাহুল গান্ধীর প্রধানমন্ত্রিত্বের দাবিকে সমর্থন করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, কংগ্রেস যদি রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে সামনে আনতে চায়, তাতে তাঁর কোনও আপত্তি নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement