সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ আগস্ট ২০১৯৷ ইতিহাস তৈরি করল মোদি সরকার ২.০৷ বিতর্কিত ৩৭০ ও ৩৫এ ধারার বিলুপ্তি ঘটিয়ে জম্মু-কাশ্মীরকে পুনর্জন্ম দিল নয়াদিল্লি৷ রাজ্যের তকমা হারিয়ে উপত্যকায় তৈরি হল দুটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও জম্মু-কাশ্মীর৷ বিরোধীদের একাংশ বিষয়টি ভালভাবে না নিলেও, কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানাল বলিউড৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন, তার প্রশংসায় মুখ খুললেন সেলেবরা৷ অনুপম খের, কঙ্গনা রানাউত থেকে শুরু করে পরেশ রাওয়াল, বিবেক ওবেরয়৷ এই ইস্যুতে মোদি সরকারের পাশে দাঁড়ালেন বিশিষ্টজনরা৷
সরকারকে এই পদক্ষেপের জন্য শুভেচ্ছা জানান বর্ষীয়ান অভিনেতা অনুপম খের৷ কাশ্মীরি পণ্ডিত অনুপম খের টুইটারে লেখেন, ‘‘কাশ্মীর সম্পর্কে জীবনের সবচেয়ে ভাল খবরটা শুনে নিউইয়র্কে ঘুম ভাঙল৷ ঠিক যেদিন আমার আত্মজীবনী LessonsLifeTaughtMeUnknowingly প্রকাশিত হচ্ছে, সেদিন একজন কাশ্মীরবাসীর কাছে এর চেয়ে ভাল খবর কী হতে পারে? ধন্যবাদ ভগবান৷’’
অভিনেত্রী কঙ্গনা রানাউত জানান, ‘‘সন্ত্রাসবাদ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে ৩৭০ ধারার বিলুপ্তি একটা ঐতিহাসিক পদক্ষেপ৷ আমি জানতাম, যদি কেউ এই অসাধ্য সাধন করতে পারেন, তবে তিনি মিস্টার মোদি৷ তিনি কেবল দূরদর্শী সম্পন্ন মানুষই নন, তাঁর মধ্যে সেই উদ্যম রয়েছে, যা অভাবনীয় বিষয়কেও সত্যি করতে পারে৷ জম্মু-কাশ্মীর-সহ গোটা ভারতকে শুভেচ্ছা৷ আমরা সবাই মিলে উজ্জ্বল ভারত গড়ব৷’’ একই ভাবে কেন্দ্রের সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেন কাশ্মীরের বাসিন্দা ‘দঙ্গল গার্ল’ জায়রা ওয়াসিমও৷
এছাড়া সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনেত্রী রবিনা টন্ডন, দিয়া মির্জা, পূজা বেদী, গহর খানরা৷ সরকারের প্রশংসা করেছেন অভিনেতা পরেশ রাওয়াল, বিবেক ওবেরয়, পরিচালক ওনির, বিবেক অগ্নিহোত্রি, গায়িকা সোনা মহাপাত্র প্রমুখ৷
The post ৩৭০ ধারা বিলুপ্তিতে বলিউডে খুশির হাওয়া, মুখ খুললেন কাশ্মীরি পণ্ডিত অনুপম খের appeared first on Sangbad Pratidin.