shono
Advertisement

সাধারণতন্ত্র দিবস পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময় বন্ধ পরিষেবা, নির্দেশিকা দিল্লি বিমানবন্দরের

নিরাপত্তার কারণেই কি সিদ্ধান্ত?
Posted: 02:12 PM Jan 19, 2024Updated: 02:12 PM Jan 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই সাধারণতন্ত্র দিবস (Republic Day)। দেশজুড়ে পালিত হবে বিশেষ দিনটি। প্রতিবছরের মতো দিল্লিতে সেনার প্যারেড, অস্ত্রপ্রদর্শন হবে। অনুষ্ঠানে অংশ নেবে নানা রাজ্যের ট্যাবলোও। ইতিমধ্যেই জোর কদমে চলছে সেই অনুষ্ঠানের মহড়া। এহেন পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল দিল্লির (Delhi) আন্তর্জাতিক বিমানবন্দর। সাফ জানিয়ে দেওয়া হল, সাধারণতন্ত্র দিবস পর্যন্ত একটি নির্দিষ্ট সময় দিল্লির সমস্ত উড়ান চলাচল বন্ধ থাকবে। 

Advertisement

উল্লেখ্য, প্রতিবছরই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তার কড়াকড়ি থাকে দিল্লিতে। এবারও তার ব্যতিক্রম নয়। কারণ গোয়েন্দা সূত্রে খবর, ২৬ জানুয়ারির অনুষ্ঠানে হামলার ছক কষছে পাক জঙ্গিরা। পাকিস্তান রেঞ্জার্স ও আইএসআইইয়ের মদতে ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অত্যাধুনিক চিনা অস্ত্র। এমনকি খলিস্তানিদের সঙ্গেও যোগাযোগ করে যৌথভাবে চলছে নাশকতার ছক।

[আরও পড়ুন: বাড়তি সময় নয়, রবিবারই আত্মসমর্পণ বিলকিসের ধর্ষকদের, জানাল সুপ্রিম কোর্ট]

হামলার আগে সতর্ক থাকতেই বিশেষ অপারেশন শুরু করেছে বিএসএফ। চার রাজ্যের পাক সীমান্তে শুরু হয়েছে ‘অপারেশন সার্দ হাওয়া’। পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও কাশ্মীর-চার রাজ্যের পাক সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। উল্লেখ্য, প্রতি বছরই সাধারণতন্ত্র দিবসের আগে ১০ দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয় বিএসএফে। এবার রামমন্দিরের উদ্বোধনের কথা মাথায় রেখেই ১৫ দিনের জন্য বাড়তি সতর্কতা জারি হয়েছে।

তার মধ্যেই নতুন নির্দেশিকা দিল্লি বিমানবন্দরের (Delhi Airport)। জানানো হয়েছে, ১৯ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত কড়াকড়ি থাকবে দিল্লির বিমান চলাচলে। সকাল ১০টা ২০ থেকে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত দিল্লি বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না। তবে অনেকের অনুমান, সাধারণতন্ত্র দিবসের মহড়া ও মূল অনুষ্ঠানে যেন কোনও বিপত্তি না হয় সেই জন্যই দিল্লি বিমানবন্দরের এই সিদ্ধান্ত। 

[আরও পড়ুন: রামমন্দির লাগোয়া জমিতে লঙ্গরখানা, পুণ্যার্থীদের নিজহাতে খাওয়াবেন রামভক্ত নুর আলম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement