shono
Advertisement

Breaking News

PM Narendra Modi

গাড়ি নেই, বাড়িও নেই, 'ফকির' মোদির ঝোলায় কত সম্পত্তি?

Published By: Amit Kumar DasPosted: 08:49 PM May 14, 2024Updated: 09:36 PM May 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রধানমন্ত্রী তিনি। এক কথায় বলা যেতে পারে 'ভারতের সর্বময় কর্তা'। যদিও তিনি দাবি করেন, তিনি 'ফকির', তাঁর কোনও পরিবার নেই, পিছুটান নেই। ফলে যে কোনও সময় ঝোলা হাতে বেরিয়ে যেতে দ্বিতীয়বার ভাববেন না। এহেন নরেন্দ্র মোদির ঝোলায় ঠিক কত সম্পত্তি রয়েছে? তা নিয়ে যথেষ্ট আগ্রহ দেশবাসীর। বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির খতিয়ান। যেখানে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদির গাড়ি, বাড়ি কিছুই নেই। তবে বিজেপির অধিকাংশ প্রার্থীর মতো তিনিও কোটিপতি।

Advertisement

নরেন্দ্র মোদির হলফনামা অনুযায়ী, গাড়ি, বাড়ি এমনকী নিজের কোনও জমি না থাকলেও প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকার কিছু বেশি। হিসেব বলছে, মোদির হাতে নগদ রয়েছে ৫২ হাজার ৯২০ টাকা। গান্ধীনগর ও বারাণসীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর জমা রয়েছে ৮০ হাজার ৩০৪ টাকা। এর পাশাপাশি ২.৮৬ কোটি টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে জমা রয়েছে স্টেট ব্যাঙ্কে। এছাড়া অস্থাবর সম্পত্তির তালিকায় ৯.১২ লাখ টাকা একটি বিনিয়োগ রয়েছে তাঁর। এর পাশাপাশি ৪ টি সোনার আংটি রয়েছে প্রধানমন্ত্রীর। যার বাজার মূল্য ২.৬৮ লাখ টাকা।

[আরও পড়ুন: রেলের জমিতে বেআইনি বিলবোর্ড! মুম্বইয়ে হোর্ডিং ভেঙে মৃত বেড়ে ১৪

এছাড়াও হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে প্রধানমন্ত্রীর দাবি, ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন তিনি। এর পর ১৯৮৩ সালে কলা বিভাগে স্নাতকোত্তর পাশ করেন গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক মামলাও নেই।

[আরও পড়ুন: সন্দেশখালি মামলা: ‘নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত’ চাই, সুপ্রিম কোর্টে মামলা দায়ের মহিলাদের

উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টা ৪০ নাগাদ বারাণসীর জেলাশাসকের দপ্তরে পৌঁছে মনোনয়ন পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনোনয়ন জমা দেওয়ার সময়ে মোদির সঙ্গী ছিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। গত দুবারের প্রথা মেনে এদিনও মনোনয়ন জমা দেওয়ার আগে বারাণসীর কাল ভৈরব মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী। মনোনয়ন জমার পর প্রধানমন্ত্রী বলেন, 'আমি অভিভূত এবং আবেগপ্রবণ। আপনাদের স্নেহের ছায়ায় কীভাবে দশটা বছর কেটে গেল বুঝতেও পারিনি। আজ আমার মনে হচ্ছে মা গঙ্গা আমায় দত্তক নিয়েছেন।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির খতিয়ান।
  • নরেন্দ্র মোদির গাড়ি, বাড়ি কিছুই নেই, তবে বিজেপির অধিকাংশ প্রার্থীর মতো তিনিও কোটিপতি।
Advertisement