shono
Advertisement
Vande Mataram

রাজ্যসভায় 'জয় হিন্দ', 'বন্দেমাতরম'-এ 'না'! নয়া বিজ্ঞপ্তি ঘিরে তুঙ্গে বিতর্ক

রাজ্যসভার সাংসদদের জন্য নয়া আচরণবিধি কার্যকর করা হয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্যসভায় 'জয় হিন্দ', 'বন্দেমাতরম', 'ধন্যবাদ'-সহ কোনও ধরনের স্লোগান দেওয়া চলবে না। রাজ্যসভার চেয়ারম্যান যা সিদ্ধান্ত নেবেন প্রত্য়ক্ষ বা পরোক্ষভাবে, সংসদের অন্দরে বা বাইরে সমালোচনা করা যাবে না।
Published By: Paramita PaulPosted: 10:57 PM Jul 15, 2024Updated: 11:56 PM Jul 15, 2024

নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজ্যসভায় 'জয় হিন্দ', 'বন্দেমাতরম'-এ 'না'! নয়া বিজ্ঞপ্তি ঘিরে তুঙ্গে বিতর্ক। সংসদের মর্যাদা রক্ষায় ময়া আচরণবিধি জারি হয়েছে। যেখানে সাফ জানানো হয়েছে রাজ্যসভায় জয় হিন্দ', 'বন্দেমাতরম'-এর মতো একাধিক স্লোগান দেওয়া যাবে না। চেয়ারম্যানের মন্তব্যের সমালোচনা করা যাবে না। এর পরই বিরোধীদের প্রশ্ন, সংবিধানের আঁতুরঘর সংসদে কেন 'জয় হিন্দ', 'বন্দেমাতরম'-এর মতো স্লোগান দেওয়া যাবে না? এই স্লোগানেরা তালিকায় কেন 'জয় শ্রী রাম'-এর উল্লেখ নেই?সমালোচনা গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। সংসদের উচ্চকক্ষে সেই সমালোচনার অধিকার কেন নিষিদ্ধ করা হচ্ছে? প্রশ্ন তুলছে বিরোধীরা।

Advertisement

রাজ্যসভার সাংসদদের জন্য নয়া আচরণবিধি কার্যকর করা হয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্যসভায় 'জয় হিন্দ', 'বন্দেমাতরম', 'ধন্যবাদ'-সহ কোনও ধরনের স্লোগান দেওয়া চলবে না। রাজ্যসভার চেয়ারম্যান যা সিদ্ধান্ত নেবেন প্রত্য়ক্ষ বা পরোক্ষভাবে, সংসদের অন্দরে বা বাইরে সমালোচনা করা যাবে না। কোনওরকম ছবি, প্রতীক রাজ্যসভায় প্রদর্শন করা চলবে না। এধরনের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

[আরও পড়ুন: কুলতলির সাদ্দাম যেন ‘এল চাপো’! পুলিশকে গুলি করে খাটের নিচের সুড়ঙ্গপথে পগার পাড়]

বিরোধীদের কটাক্ষ, কেন্দ্রের শাসকদল বিজেপি বিরোধী কণ্ঠকে হত্যা করতে চাইছে। তাই সংসদের উচ্চকক্ষে সমালোচনা নিষিদ্ধ করছে। রাজ্যসভায় দেশাত্মবোধক স্লোগান 'জয় হিন্দ', 'বন্দেমাতরম'-এ না করছে শাসকদল। অথচ সংসদে বিজেপি সাংসদেরা 'জয় শ্রীরাম' ধ্বনি দেন। তা নিষিদ্ধ করা হল না কেন, প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। তাদের আরও দাবি, রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। তাঁর ভাষণে লাগাম পরাতেই নয়া এই বিজ্ঞপ্তি জারি করা হল। 

[আরও পড়ুন; সিঁদুর পরিয়েই চুমু, বিয়ের গানে নাচ, সোহিনী-শোভনের শুভ পরিণয়, দেখুন প্রথম ছবি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যসভায় 'জয় হিন্দ', 'বন্দেমাতরম'-এ 'না'!
  • নয়া বিজ্ঞপ্তি ঘিরে তুঙ্গে বিতর্ক।
  • সংসদের মর্যাদা রক্ষায় ময়া আচরণবিধি জারি হয়েছে।
Advertisement