shono
Advertisement
CPM

নিচুতলায় অস্তিত্বই নেই মহিলা-শ্রমিক সংগঠনের! রিপোর্টে চিন্তায় সিপিএম

রাজ্য সম্মেলনের পর একমাস কাটতে চললেও নিচুতলায় সংগঠনের হাল ফেরানোর কাজে নামতেই পারেনি বঙ্গ সিপিএম।
Published By: Paramita PaulPosted: 02:03 PM Mar 22, 2025Updated: 02:04 PM Mar 22, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্য সম্মেলনের পর একমাস কাটতে চললেও নিচুতলায় সংগঠনের হাল ফেরানোর কাজে নামতেই পারেনি বঙ্গ সিপিএম। পার্টির দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া, বসে যাওয়া কর্মীদের পুনরায় দলে ফিরিয়ে আনার বার্তা আলিমুদ্দিন দিলেও সেই প্রচেষ্টাও কার্যত ব্যর্থ। বুথ কমিটিতেও লোক পাওয়া যাচ্ছে না। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বুথে বুথে ভেঙে পড়া সংগঠনকে নতুন করে গড়ে তোলা যাবে কি না তা নিয়ে সন্দিহান রাজ্য সিপিএম নেতৃত্ব।

Advertisement

শাখা কমিটিগুলিতে হাতেগোনা কর্মীদের নিষ্ক্রিয়তা ও হতাশা কোনওভাবেই কাটানো যাচ্ছে না বলে একাধিক জেলা থেকে রিপোর্ট এসেছে পার্টির উচ্চতর কমিটির কাছে। সম্প্রতি রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বার্তা দিয়েছিলেন, পার্টির কাছ থেকে যারা দূরে সরে গিয়েছে, নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাদের আবার ফিরিয়ে আনতে হবে। জেলা থেকে আসা রিপোর্টে যা উঠে আসছে তা হল, নিচুতলায় দূরে সরে যাওয়া পুরনোদের টানাই যাচ্ছে না পার্টির দিকে। আর সবচেয়ে চিন্তার বিষয়, একেবারে শাখাস্তরে পার্টির গণসংগঠনের কোনও সক্রিয়তাই নেই।

যুব-শ্রমিক-মহিলাদের শাখাভিত্তিক কোনও কর্মসূচিতে দেখাই যাচ্ছে না। নিচুতলায় যুব-মহিলা সংগঠনের কমিটি কার্যত নিষ্ক্রিয়। শাখা ও এরিয়া স্তরে পার্টির গণসংগঠন এভাবে ঝিমিয়ে পড়ায় আরও ভাবাচ্ছে শীর্ষ নেতৃত্বকে। আর নতুন কর্মী না আসা কিংবা নিষ্ক্রিয়দের সক্রিয় করতে না পারায় পার্টির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। স্থায়ী বুথ সংগঠন করা যাচ্ছে না। কোনও নতুন কর্মী বিশেষত তরুণ অংশকে টেনে আনতে পারা যাচ্ছে না। নতুন কর্মীকে পার্টিতে অন্তর্ভুক্ত করতে না পারায় সক্রিয় করা যাচ্ছে না পার্টিকে। ছাব্বিশের বিধানসভার আগে আন্দোলনের প্রতি নিচুতলার এই অনীহা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বঙ্গ সিপিএম। রাজ্য পার্টি বারবার নির্দেশিকায় বলেছে, স্থানীয় ইস্যু, মানুষের সমস্যা থেকে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন বাড়াতে হবে। বুথস্তরে হাতেগোনা কর্মী নিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কাজই ব্যাহত হচ্ছে। নিচুতলায় কর্মী-সমর্থকের অভাব না মেটায় পার্টিকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ব্যর্থ হচ্ছে, এক জেলা নেতার বক্তব্য

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্য সম্মেলনের পর একমাস কাটতে চললেও নিচুতলায় সংগঠনের হাল ফেরানোর কাজে নামতেই পারেনি বঙ্গ সিপিএম।
  • পার্টির দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া, বসে যাওয়া কর্মীদের পুনরায় দলে ফিরিয়ে আনার বার্তা আলিমুদ্দিন দিলেও সেই প্রচেষ্টাও কার্যত ব্যর্থ।
  • বুথ কমিটিতেও লোক পাওয়া যাচ্ছে না।
Advertisement