সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় হামাস জঙ্গিদের হাতে পণবন্দি হিসেবে আটকে থাকা ইজরায়েলিদের অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় কোনও রকম মানবিক সাহায্য পাবে না গাজা ভূখণ্ড। এমনই হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের শক্তি মন্ত্রী ইজরায়েল কাটজ।
এক বিবৃতিতে রীতিমতো গর্জে উঠে তিনি জানাচ্ছেন, ”গাজায় মানবিক সাহায্য? কোনও ইলেকট্রিক সুইচ অন হবে না। কোনও জলের খোলা যাবে না। জ্বালানিবাহী কোনও ট্রাক প্রবেশ করবে না যতক্ষণ না ইজরায়েলি পণবন্দিরা বাড়ি ফিরছেন।”
[আরও পড়ুন: ‘পাশে থাকুন’, নির্ভয়ার মাকে আহ্বান মৌসুমী-টুম্পাদের,যন্তরমন্তরের সামনে শুরু ধরনা]
ইতিমধ্যেই অন্ধকারে ঢেকে গিয়েছে গাজা ভূখণ্ড। সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। খাবার, জল ও জ্বালানি সরবরাহও বন্ধ রাখা হয়েছে। এমনটা যে চলবে আপাতত তা এদিন পরিষ্কার বুঝিয়ে দিল ইজরায়েল প্রশাসন। গাজা ভূখণ্ডে আটকে থাকা ইজরায়েলিদের মুক্ত করতে এভাবেই হামাস (Hamas) জঙ্গিদের উপরে চাপ বজায় রাখতে চাইছে তারা।
উল্লেখ্য, সব মিলিয়ে প্রায় ১৫০ জন ইজরায়েলি, বিদেশি ও দ্বৈত নাগরিকদের অপহরণ করে পণবন্দি করে রাখা হয়েছে গাজা ভূখণ্ডে। হামাস জঙ্গিরা গত শনিবার ভোর থেকে হামলা চালিয়েছিল ইজরায়েলে। এদিকে এর মধ্যেই সিরিয়ার (Syria) বিমানবন্দরেও হামলা চালানোর অভিযোগ উঠেছে ইজরায়েলের (Israel) বিরুদ্ধে। সিরিয়ার জাতীয় মিডিয়ার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সেদেশের দুটি প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইজরায়েল।