সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেডিসিন এবং পদার্থবিদ্যার পর রসায়নে চলতি বছরের নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল নোবেল কমিটি। বুধবার জানিয়ে দেওয়া হল এবার রসায়নের তিন নোবেলপ্রাপক মৌঙ্গি জি বাওয়েন্ডি, লুইস এস ব্রুস ও আলেক্সেই আই একিমভ। কোয়ান্টাম বিন্দুর (Quantum dots) আবিষ্কার এবং পরীক্ষা নিরীক্ষার জন্য তাঁরা এই পুরস্কার পাচ্ছেন।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস তিন বিজয়ীর নাম ঘোষণা করেছে বুধবারই। কী এই কোয়ান্টাম ডট? ন্যানো টেকনোলজির গুরুত্বপূর্ণ বিষয় এটি। এগুলি অর্ধপরিবাহী ন্যানোক্রিস্টাল। এদের ধর্ম সেই পদার্থটির আণবিক অবস্থা ও স্থূল অবস্থার ধর্মের মধ্যবর্তী। পদার্থবিদ মার্ক রিড প্রথম এর নামকরণ করেছিলেন। ব্রুস ও একিমভ আলাদা আলাদা ভাবে কোয়ান্টাম ডটস সৃষ্টি করেছেন। আর এর রাসায়নিক উৎপাদনে বিরাট অবদান রেখেছেন বাওয়েন্ডি।
[আরও পড়ুন: বিজেপিতে যোগ যাজকের, ‘শাস্তি’ দিল চার্চ]
প্রসঙ্গত, এর আগে সোমবার চিকিৎসাশাস্ত্র ও মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। ইলেকট্রন ডায়নামিক্সে যুগান্তকারী কাজের স্বীকৃতি হিসেবে পদার্থবিদ্যায় নোবেল (Nobel Prize 2023) পাচ্ছেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল’হুইলিয়ার। এদিকে চিকিৎসাশাস্ত্রে অবদানের জন্য পুরস্কার তুলে দেওয়া হচ্ছে দুই মার্কিন বিজ্ঞানী কাটলিন কারিকো ও ড্রিউ উইজম্যানের হাতে। কোভিডের বিরুদ্ধে মানবদেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভ্যাকসিন তৈরি করেছিলেন তাঁরা। এবার ঘোষিত হল রসায়নে নোবেলজয়ীদের নাম।