সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই এবার দেশে এসে হাজির নোরো ভাইরাস (Norovirus)। আর এই ভাইরাসের দেখা মিলল কেরলে। কেরলের ওয়েনাড় জেলার প্রায় ১৩ জন পড়ুয়াদের শরীরে মিলেছে এই ভাইরাস।
শুক্রবার কেরল সরকারের পক্ষ থেকে এই ভাইরাস নিয়ে সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে বিশেষ স্বাস্থ্যবিধিও জারি করা হয়েছে।
কেরলের ওয়েনাড় জেলায় নোরো ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ার পরে, সরকারের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, এই নোরো ভাইরাস খুব সংক্রামক। তাই এই অতি সংক্রামক ভাইরাস থেকে সতর্ক হওয়া দরকার। তবে এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে কোনও বিস্তারের খবর পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।
[আরও পড়ুন: শরীরে ভাঁজে-খাঁজে কালো দাগ? অবহেলা করবেন না, হতে পারে ক্যানসারও]
কীভাবে ছড়াতে পারে নোরো ভাইরাস?
বিশেষজ্ঞদের কথায়, এই নোরো ভাইরাস পশুবাহিত একটি ভাইরাস। যা কিনা ছড়িয়ে পড়ে জল ও খাবারের মধ্য়ে দিয়ে।
কী কী উপসর্গ?
১) বমি করা বা বমি বমি ভাব।
২) ডায়ারিয়া
৩) মাথা ব্যথা
৪) পেশী ব্যথা
৫) জ্বর
৬) শরীরে জল শূন্যতা
৭) ক্লান্তি
৮) গোটা শরীরে ব্যথা।
সতর্ক থাকুন–
আপনার আশপাশের পরিবেশ সাস্থ্যকর কিনা তা আগে নিশ্চিত করুন। চেষ্টা করুন বাসস্থান ও চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
খাওয়া দাওয়ার আগে হাত ভাল করে ধুয়ে নিন।
ফিল্টার জল বা জল ফুটিয়ে তারপরই পান করুন।
সুষম আহার করুন।
[আরও পড়ুন: শীতের শুরুতে সর্দি-গলা ব্যথায় নাজেহাল, ভরসা রাখুন হোমিওপ্যাথিতে, জানুন বিশেষজ্ঞর পরামর্শ ]