shono
Advertisement

দেবদূতের ব্যাটিং দেখে মুগ্ধ যুবরাজ, সরাসরি ছুঁড়লেন এই চ্যালেঞ্জ

জবাবে কী বললেন আরসিবির তরুণ ওপেনার?
Posted: 05:31 PM Oct 04, 2020Updated: 05:32 PM Oct 04, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ দেবদূত পাড়িক্কল (Devdutt Padikkal)। বলা যেতে পারে, চলতি IPL-এর আবিস্কার। প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত ফর্মে ব্যাট করছেন কর্নাটকী এই ব্যাটসম্যান। ওপেন করলেও বাঁ–হাতি এই ব্যাটসম্যানের সঙ্গে অনেকেই কিন্তু মিল পাচ্ছেন যুবরাজ সিংয়ের (Yuvraj Singh)। ব্যাট হাতে দাঁড়ানো থেকে পুল বা ড্রাইভ, সবেতেই যেন যুবির ছায়া। আর যুবরাজ নিজেও যেন দেবদূতের ব্যাটিংয়ের ভক্ত হয়ে উঠেছেন। শনিবার পাড়িক্কলের ইনিংস দেখার পর টুইট করে তাঁর সঙ্গে ব্যাট করার ইচ্ছেপ্রকাশও করেন। এমনকী কে কত দূরে বল মারতে পারে, সেই চ্যালেঞ্জও করলেন। যদিও জবাবে দেবদূত যুবরাজকে পালটা সম্মান দেখিয়ে জানালেন, তাঁর সঙ্গে ব্যাট করতে তিনিও মুখিয়ে।

Advertisement

[আরও পড়ুন: চার ম্যাচেই মোহভঙ্গ! কেকেআর অধিনায়কের পদ থেকে কার্তিককে সরানোর দাবি সমর্থকদের]

ম্যাচের পর বিরাট (Virat Kohli) এবং পাড়িক্কল উভয়েরই প্রশংসা করেন যুবি। টুইটারে লেখেন, ‘‌‘কথায় আছে ‌ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। কিন্তু কোহলিকে গত আট বছরে আমি ফর্ম হারাতে দেখিনি। যা কি না অবিশ্বাস্য। আর পাড়িক্কল, তোমায় ব্যাট করতে দেখে খুব ভাল লাগল। একসঙ্গে ব্যাট করব, দেখব কে বেশিদূরে বল পাঠায়।’‌’‌ যুবরাজের এই টুইটের জবাবও দেন পাড়িক্কল। যুবিকে সম্মান জানিয়ে তিনি লেখেন, ‘‌‘‌আমি আপনার সঙ্গে কখনওই প্রতিযোগিতা করতে পারব না। আপনাকে দেখেই ফ্লিক শটটি শিখেছি। সবসময়ই আপনার সঙ্গে ব্যাট করার ইচ্ছে ছিল। চলুন।’‌’

 

এদিকে, রবিবার ভারতীয় দলের আরেক ক্রিকেটার ঋষভ পন্থকে (Rishav Pant) কিন্তু জন্মদিনে শুভেচ্ছা জানাতে মজার টুইটও করলেন যুবি। নিজের এবং ঋষভের একটি পুরনো ছবি পোস্ট করে যুবি লেখেন, ‘‌‘‌যাঁর নাম ‘‌‌প্যান্ট’‌, অথচ আচরণ শর্টসের মতো।‌ যাই হোক জন্মদিনের অনেক শুভেচ্ছা।’‌’‌‌

 

[আরও পড়ুন: গোয়া পৌঁছেও দলের সঙ্গে যোগ দিতে পারছেন না এটিকে-মোহনবাগান কোচ হাবাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement