সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও স্থানে রাস্তা খুঁজে না পেলে বা রাস্তা অজানা থাকলে, উপায় কী? প্রযুক্তির যুগে এক নিঃশ্বাসে উত্তরটা দেওয়া যায়৷ আর উত্তরটা হল, গুগল ম্যাপ৷ অনেকেরই বিশ্বাস বিশ্বের যেকোনও প্রান্তে, যেকোনও স্থানের খোঁজ বা দিক নির্দেশিকা পাওয়া যেতে পারে এই ম্যাপের সাহায্যে৷ কিন্তু গোয়ায় গিয়ে এই ম্যাপের উপর চোখ বন্ধ করে ভরসা করতে নিষেধ করছেন অনেক পর্যটক, এমনকী গোয়ার সাধারণ বাসিন্দারাও৷
[শহিদ পরিবারের জন্য অনুদানে উপচে পড়ল ‘ভারত কে বীর’ ওয়েবসাইট ]
সমগ্র দেশের ভ্রমণ প্রিয় মানুষের কাছে গোয়া একটা পছন্দের ট্র্যাভেল ডেস্টিনেশন৷ বিশেষ করে শীতকালে গোয়ায় উপচে পড়ে পর্যটকদের ভিড়৷ গোয়ায় গিয়ে বিভিন্ন বিচে ঘুরে বেরান তাঁরা৷ যার মধ্যে অন্যতম বাগা বিচ৷ কিন্তু এই বিচের সন্ধান পেতে নাকি একপ্রকার চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পর্যটকদের৷ কেমন সেই চ্যালেঞ্জ? অনেকে জানাচ্ছেন, গুগল ম্যাপের মাধ্যমে এই বিচের খোঁজ করতে গেল পড়তে হয় চরম অভিজ্ঞতার মুখে৷
[শহিদ পরিবারকে অর্থ সাহায্যের অভিনব উদ্যোগ জওয়ান পত্নীদের, সঙ্গী Paytm]
যাঁরা এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাঁরাই বলছেন গুগল ম্যাপের উপর ভরসা করে গোয়া সফরে বেরলে ফল হতে পারে মারাত্মক৷ বিশেষ করে কোনও পর্যটক যদি গোয়ার বাগা বিচের সঠিক অবস্থান গুগল ম্যাপে মাধ্যমে খুঁজতে চান, তবে নাকি তাঁর নাস্তানাবুদ অবস্থা হতে পারে৷ কেমন সেই অভিজ্ঞতা৷ তাঁরা বলছেন, গুগল ম্যাপে বাগা বিচ যে পথে দেখায়, সেই পথে মাইলের পর মাই হেঁটে গেলেও নাকি বিচের সন্ধান নাও পেতে পারেন একজন পর্যটক৷ তবে উপায়? উপায় খুব সহজ৷ চোখ রাখতে হবে চারপাশে৷ পর্যটকদের সাহায্য করতে এগিয়ে এসেছেন সেখানকার বাসিন্দারা৷ তাঁরা চারপাশে হোর্ডিং টাঙিয়ে রেখেছেন। যাতে বলা হয়েছে, গুগল ম্যাপে বাগা বিচের পথ নির্দেশিকায় ভুল রয়েছে৷ যে পথে বাগা বিচ যাওয়ার নির্দেশিকা দেওয়া রয়েছে, সেই পথে আসলে অন্য বিচের দিকে নিয়ে যায়। বাগা বিচের সন্ধান রয়েছে বাসিন্দাদের টাঙানো ওই হোর্ডিংয়েই৷
The post গোয়ার বাগা বিচে যেতে চান? ভুলেও গুগল ম্যাপের সাহায্য নেবেন না appeared first on Sangbad Pratidin.