সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুর (আর জি করের নির্যাতিতা) সঙ্গে অন্যায় ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেন তিনি। পাশাপাশি তরুণ চিকিৎসকদের কাজে ফেরারও অনুরোধ করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে বিজেপিকে তুলোধোনা করেন তিনি, নির্যাতিতার দ্রুত বিচারের দাবি তোলেন। এইসঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন--'এবার দয়া করে কাজে ফিরুন আপনারা'।
এদিন দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সমাজের নির্যাতিতাদের জন্য উৎসর্গ করেন মমতা। শুরুতে নিজের বক্তব্যে বিজেপিকে এক হাত নেন। তৃণমূল সুপ্রিমো বলেন, “ওরা ডেডবডি চায়। আমরা বিচার চাই।” আর জি করের নির্যাতিতাকে 'প্রিয় বোনটি' বলে সম্বোধন করেন মমতা। দোষীদের ফাঁসির দাবিতে সরব হন তিনি। বলেন, “আমরা দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই।" এইসঙ্গে জুনিয়র ডাক্তারদের এবার ধীরে ধীরে কাজে ফেরার আহ্বানও জানান তিনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, বন্ধুর (আর জি করের নির্যাতিতা) সঙ্গে অন্যায় ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন সংগত। যা তিনি সমর্থনও করেন। পাশাপাশি রোগীদের স্বার্থে চিকিৎসকদের পরিষেবা স্বাভাবিক করতে অনুরোধ করেন তিনি। মমতা বলেন, "আজও জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল রয়েছে। আমি চাই ওই মিছিল সফল হোক।" এইসঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে বলেন, "দয়া করে ধীরে ধীরে এবার কাজে ফিরুন।"
[আরও পড়ুন: অরুণাচলে খাদে পড়ল সেনার ট্রাক! দুর্ঘটনায় নিহত ৩ জওয়ান, গুরুতর আহত ৪]
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, ১০ দিনের মধ্যে আর জি কর কাণ্ডে দোষীকে ফাঁসি দিতে হবে। এদিন ধর্ষণ বিরোধী আইন পাশের কথাও জানালেন তিনি। রাজ্যপাল সই না করলে রাজভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিলেন মমতা। বললেন, “ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব বিধানসভায়। তাতে রাজ্যপালকে সই করতেই হবে। না হলে রাজভবন ঘেরাও করবে বাংলার মহিলারা। টানা ধরনা চলবে।”