shono
Advertisement
Kalighater Kaku

জামিনের মেয়াদ বাড়াতে হবে! ফের হাই কোর্টের দ্বারস্থ 'কালীঘাটের কাকু'

জামিনের শর্ত শিথিলের আবেদনও করা হয়েছে।
Published By: Paramita PaulPosted: 01:06 PM Mar 20, 2025Updated: 03:39 PM Mar 20, 2025

গোবিন্দ রায়: ফের কলকাতা হাই কোর্টে দ্বারস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু' (Kalighater Kaku)। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি জামিনের শর্ত কমানোর আবেদনও করা হয়েছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত 'কালীঘাটের কাকু' অসুস্থ থাকায় চিকিৎসার জন্য আদালত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। এবার তার মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়েছে।

Advertisement

হাই কোর্টে বিচারপতি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে কালীঘাটের কাকুর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে জামিন মঞ্জুর করা হয়। তবে জেল থেকে বেরতে একাধিক শর্ত দিয়েছিলেন তাঁরা। বলা হয়েছিল, বাড়ি ও হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারবেন না সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। বাড়িতে সর্বক্ষণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। যে দুটি মোবাইল ফোন ব্যবহার করছেন, তার নম্বর জানাতে হবে সিবিআইকে। এই সময়ের মধ্যে তিনি প্রয়োজনে অপারেশনও করাতে পারবেন। সবমিলিয়ে সিবিআইকে দুর্নীতির তদন্তে সহযোগিতা করতে হবে। মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত অন্তর্বর্তী জামিনের রয়েছে মেয়াদ। সেই মেয়াদ বৃদ্ধির জন্য আদালতের দ্বারস্থ হলেন তিনি।

অনেক টানাপোড়েনের পর ইডি এবং সিবিআই সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। তা নিয়ে তদন্তও চলছে। চার্জশিটও দেওয়াহয়েছে। এর মাঝে  নিজের অসুস্থতার যুক্তিতে জামিনের আবেদন জানিয়েছিলেন 'কালীঘাটের কাকু'। এর পরিপ্রেক্ষিতে হাই কোর্ট সিবিআইয়ের কাছে তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট চায়। তা খতিয়ে দেখার পর মানবিকদিক বিবেচনা করে শর্তসাপেক্ষে জামিনের অনুমোদন দেন বিচারপতিরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের কলকাতা হাই কোর্টে দ্বারস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'।
  • অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি।
  • জামিনের শর্ত কমানোর আবেদনও করা হয়েছে।
Advertisement