shono
Advertisement

মোদিকে ‘নালায়েক বেটে’ সম্বোধন, কংগ্রেস সভাপতির ছেলে প্রিয়াঙ্ককে নোটিস নির্বাচন কমিশনের

মল্লিকার্জুন খাড়গের ছেলেকে শোকজ নোটিস পাঠানোয় প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।
Posted: 09:00 AM May 04, 2023Updated: 09:03 AM May 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে (Karnataka) ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) ছেলে প্রিয়াঙ্ক (Priyank Kharge)। একটি জনসভায় প্রধানমন্ত্রীকে ‘নালায়ক বেটা’ (অপদার্ধ সন্তান) বলে কটাক্ষ করেছিলেন। সেই ‘অপরাধে’ প্রিয়ঙ্ককে শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন। ওই নোটিসে বলা হয়েছে, ‘আদর্শ আচরণ বিধি’ লঙ্ঘন করেছেন কংগ্রেস সভাপতির ছেলে। যদিও বিরোধীদের বক্তব্য, মোদি তথা গেরুয়া শিবিরের নেতাদের বিরুদ্ধে প্রচলিত সাধারণ শব্দ প্রয়োগ করলেও নোটিস পাঠানো হচ্ছে, বিপরীত ক্ষেত্রে উদাসীন কমিশন।

Advertisement

কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী প্রিয়াঙ্ক এবার ভোটে দাঁড়াচ্ছেন কলবুর্গি জেলার চিত্তোরপুর থেকে। ওই এলাকায় সংখ্যাগুরু বানজারা গোষ্ঠীর মানুষ। সম্প্রতি সেখানে ভোটপ্রচারে এসে মোদি বলেছিলেন, “আপনাদের ভয়ের কোনও কারণ নেই। দিল্লিতে বানজারার সন্তান বসে আছে।” প্রধানমন্ত্রী নিজেকে বানজারার ছেলে বলে পরিচয় দেওয়ায় কটাক্ষ করেন প্রিয়াঙ্ক। বলেন, “উনি বলেছেন দিল্লিতে বানজারার সন্তান বসে রয়েছে। কিন্তু নালায়েক ছেলে বসে থাকলে সংসার কীভাবে চলবে?” প্রিয়াঙ্ক আরও বলেন, ভোটের প্রয়োজনে কথা বলেন প্রধানমন্ত্রী। “বিগত সফরে এসে বলেছিলেন তিনি কোলি সম্প্রদায়ের মানুষ, কাব্বালিগা এবং কুরুবা গোষ্ঠীর সদস্য!”

[আরও পড়ুন: জি-২০ সম্মেলনে জেহাদের ছায়া, কাশ্মীরে খতম ২ লস্কর জঙ্গি]

সেদিনই প্রিয়াঙ্কের ‘নালায়েক বেটে’ মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিল গেরুয়া শিবির। কর্নাটক বিজেপির (BJP) যুগ্ম মুখপাত্র প্রকাশ এসের মন্তব্য করেন, মোদিকে ‘নালায়ক বেটা’ বলে কুকথায় বাবা মল্লিকার্জুনকে ছাপিয়ে গেছেন ছেলে। গেরুয়া শিবির দাবি করে, কর্ণাটকের মানুষ এই মন্তব্যের জবাব দেবে। প্রিয়ঙ্ককে ক্ষমা চাইতে হবে। এবার জাতীয় নির্বাচন কমিশন শো-কজ নোটিস পাঠাল প্রিয়াঙ্ককে। কমিশনের অভিযোগ, মোদির উদ্দেশে অবমাননাকর শব্দ প্রয়োগ করে ‘আদর্শ আচরণবিধি’ ভেঙেছেন কংগ্রেস প্রার্থী। বৃহস্পতিবারের মধ্যে এই বিষয়ে তাঁকে জবাবদিহি করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে কর্ণাটকের এক প্রচারমঞ্চ থেকে মোদিকে ‘বিষাক্ত সাপ’ বলে আক্রমণ করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ওই মন্তব্য নিয়েও বিতর্ক বাধে। বিরোধীদের বক্তব্য, সম্প্রতি একটি দলীয় সভায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে (Ashok Gehlot) ‘রাজনীতির রাবণ’ বলে কটাক্ষ করেছিলেন গেরুয়া নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat)। তা নজরে পড়েনি নির্বাচন কমিশনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement