সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোরখা পরা ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হল মুম্বইয়ের (Mumbai) একটি কলেজে। নিরাপত্তাকর্মীরা বোরখা এবং হিজাব পরা পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বারেই আটকে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন ওই ছাত্রীরা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে জরো হন তাঁদের অভিভাবকরা। তাঁরাও কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখান। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে উত্তেজনা বাড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে ছাত্রীরা কলেজে ঢুকতে পারেন।
ঘটনাটি চেম্বুরে অবস্থিত এনজি আচার্য এবং ডিকে মারাঠে কলেজের। শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাকর্মী অন্যায় করেননি। কারণ সম্প্রতি কলেজে পোশাক বিধি লাগু হয়েছে। সকল পড়ুয়া এবং অভিভাবকদের জানানো হয়েছিল যে নির্দিষ্ট ইউনিফর্ম পরেই কলেজে আসতে হবে। তা অমান্য করেছেন ওই ছাত্রীরা। প্রিন্সিপাল বিদ্যা গৌরী লেলে বলেন, “গত ১ মে বৈঠকে অভিভাবকদের নতুন পোশাক বিধির কথা জানানো হয়েছিল। এও জানানো হয় যে বোরখা, হিজাব, স্কার্ফ নিষিদ্ধ। বৈঠকে সকলেই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। তাঁরাই এখন প্রতিবাদ করছেন।” প্রিন্সিপাল আরও বলেন, যদি কোনও ছাত্রী নিয়ম মানতে না চান, তবে অনায়াশে এই কলেজ ছাড়তে পারেন।
[আরও পড়ুন: আড়াই দশক পর ‘মুক্ত’ অভিশপ্ত সেই উপহার সিনেমা প্রাঙ্গন]
এদিকে মুসিলম ছাত্রীদের একাংশের বক্তব্য, ধর্মীয় কারণে বোরখা এবং হিজাব পরা অভ্যাস তাঁদের। ফলে বোরখা-হিজাব ছাড়া কলেজে আসতে অস্বস্তি বোধ করছেন। তারা কলেজে কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আবেদন করেছিলেন বলেও দাবি। উল্লেখ্য, দিনশেষে কিছুটা নরম হয় কলেজ কর্তৃপক্ষ। জানানো হয়, ধর্মীয় ভাবাবেগ এবং নিরাপত্তার কারণে বোরখা-হিজাব-স্কার্ফ পরে কলেজে ঢোকা যাবে। তবে ক্লাসে ঢোকার আগে তা শৌচালয়ে খুলে রেখে আসতে হবে। কলেজ ছাড়ার আগে তা আবার পরতে পারবেন ছাত্রীরা।