shono
Advertisement

নালায় ভাসছে বস্তা ভরতি টাকা! দেখেই নোংরা জলে ঝাঁপ জনতার, ভাইরাল ভিডিও

কোথা থেকে এল রাশি রাশি টাকা? তদন্তে নামল পুলিশ।
Posted: 01:28 PM May 09, 2023Updated: 01:28 PM May 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে দেখিবে ছাই… সেখানেই লেগে পড়ত হবে। ‘অমূল্য রতন’ মিলতে পারে নোংরা পাক ভরতি নালাতেও! ইয়ার্কি নয়, বাস্তব। বিহারের (Bihar) সাসারামে দুর্গন্ধে ভরা নালায় ভাসতে দেখা গিয়েছে গুচ্ছ গুচ্ছ টাকা। সেই টাকা নিতে আবর্জনা ভরা নালায় নেমে পড়েন স্থানীয়রা। ভাইরাল হয়েছে সেই ভিডিও। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) প্রশ্ন উঠছে, কোথা থেকে নালার মধ্যে এল রাশি রাশি টাকা? সত্যিই কী পাক ঘেঁটে অর্থপ্রাপ্তি হল জনতার?

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাসারামের মোরাদাবাগ গ্রামের কাণ্ড। এদিন সকালে ওই নালায় বস্তা ভরতি টাকা ভাসতে দেখেন স্থানীয়রা। বস্তার একদিক ছেঁড়া ছিল। সেখান থেকেই নাকি উঁকি দিচ্ছিল কচকচে টাকা। সেই হাতছানি উপেক্ষা করেনি জনতা। ফলে আচমকা সব পেয়েছির দেশে পরিণত হয় আবর্জনা ভরতি নালাটি। ময়লা জল ঠেলে টাকার কাছে পৌঁছান অনেকেই। প্রাপ্তিযোগ ঘটে বলে দাবি। ভাইরাল ভিডিওতে নালায় নেমে বহু মানুষকে টাকা তুলতে দেখা গিয়েছে। ২ হাজার, ৫০০, ১০০ ও ১০ টাকার নোট হাতে নিয়ে তাঁদের নালা থেকে উঠে আসতে দেখা গিয়েছে।

[আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা কংগ্রেসের, রাজস্থানের পুরনিগমে গেরুয়া ঝড়]

বেলা বাড়তে অবশ্য একদল দাবি তোলেন নকল নোট ছিল ওই বস্তায়। যদিও নোংরা ঘেঁটে যার ‘অমূল্যরতন’ পেয়েছেন, তাঁরা তা মানতে চাননি। প্রশ্ন হল, কোথা থেকে এল টাকা ভরতি ওই বস্তা? দুর্গন্ধে ভরা ওই নালায় কে বা কারা সেটি ফেলে গেলেন? খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে তাঁরা। যদিও এখনও পর্যন্ত ওই টাকার উৎসের হদিশ মেলেনি।

[আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা কংগ্রেসের, রাজস্থানের পুরনিগমে গেরুয়া ঝড়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার