shono
Advertisement

Breaking News

এবার আপনার স্মার্টফোনেও হানা দিতে পারে ‘র‍্যানসমওয়্যার’ ভাইরাস!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করে প্রায় ১৫০টি দেশের ৩ লক্ষ কম্পিউটারে হামলা চালিয়েছে ‘WannaCry’ নামের ‘র‍্যানসমওয়্যার’ ভাইরাস৷ তবে এতদিন শুধু কম্পিউটারে হামলা চালালেও সাইবার বিশেষজ্ঞদের দাবি এবার মোবাইল ফোনেও হামলা চালাতে পারে ওই ভাইরাস৷ [ মুখ্যমন্ত্রী চলে যেতেই শহিদ প্রেমসাগরের বাড়ি থেকে সরানো হল এসি-সোফা ] অ্যান্টি ভাইরাস প্রস্তুতকারক সংস্থা ‘Webroot’-এর গবেষক এরিক ক্লোনঅস্কি […] The post এবার আপনার স্মার্টফোনেও হানা দিতে পারে ‘র‍্যানসমওয়্যার’ ভাইরাস! appeared first on Sangbad Pratidin.
Posted: 01:01 PM May 18, 2017Updated: 07:31 AM May 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করে প্রায় ১৫০টি দেশের ৩ লক্ষ কম্পিউটারে হামলা চালিয়েছে ‘WannaCry’ নামের ‘র‍্যানসমওয়্যার’ ভাইরাস৷ তবে এতদিন শুধু কম্পিউটারে হামলা চালালেও সাইবার বিশেষজ্ঞদের দাবি এবার মোবাইল ফোনেও হামলা চালাতে পারে ওই ভাইরাস৷

Advertisement

মুখ্যমন্ত্রী চলে যেতেই শহিদ প্রেমসাগরের বাড়ি থেকে সরানো হল এসি-সোফা ]

অ্যান্টি ভাইরাস প্রস্তুতকারক সংস্থা ‘Webroot’-এর গবেষক এরিক ক্লোনঅস্কি জানিয়েছেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হানা দিতে সক্ষম এমন র‍্যানসমওয়্যার ভাইরাসও প্রায় তৈরি করে ফেলেছে হ্যাকাররা৷ মোবাইল ভাইরাসটির চরিত্র হবে হুবহু  কম্পিউটার ভাইরাসটির মতোই৷ আক্রান্ত মোবাইলটিকে ‘লক’ করে দেবে ওই ভাইরাস৷ তারপর ২০০ বা ৩০০ ডলারের ‘র‍্যানসম’ দাবি করা হবে৷ ওই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, এমন একটি র‍্যানসমওয়্যার হচ্ছে ‘সিম্পললকার’৷ ২০১৪ সালে প্রথম এই র‍্যানসমওয়্যার ভাইরাসের দেখা মেলে৷ যদিও আইফোনে র‍্যানসমওয়্যার হামলার  ঘটনা আজ পর্যন্ত ঘটেনি৷

[কুলভূষণ মামলার রায় আজ, মুক্তির কামনায় প্রার্থনা দেশ জুড়ে]

উল্লেখ্য, বিশ্বজুড়ে র‍্যানসমওয়্যার হানায় কয়েক লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হলেও এটাই শেষ নয়, বরং আরও মারাত্মক ও বড় আকারের সাইবার হামলা ঘটতে চলেছে বলে সতর্ক করে দিলেন বিশেষজ্ঞরা৷ একটি আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ফার্ম প্রুফপয়েন্ট সংবাদ সংস্থা এএফপিকে এই সতর্কবার্তা জানিয়ে বলেছে, WannaCry র‍্যানসমওয়্যারের মতোই ক্ষতি করবে এমন নয়া ভাইরাস Adylkuzz হানা দিতে চলেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে৷

[শিশুকে কামড়ানোর জেরে এক সারমেয়কে মৃত্যুদণ্ডের নির্দেশ পাকিস্তানে]

প্রুফপয়েন্ট সংস্থার বিশেষজ্ঞরা সকলকে সাবধান করে দিয়ে বলেছেন, WannaCry-এর সঙ্গেই যুক্ত আর একটি নয়া ভাইরাস হানা দিতে চলেছে সাইবার দুনিয়ায়৷ এই ভাইরাস হানা দিলে কম্পিউটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন তার বৈধ ইউজার৷ ভার্চুয়াল কারেন্সি না দিলে খোলা যাবে না কম্পিউটারের ‘লক’৷ প্রুফপয়েন্টের গবেষক নিকোলাস গদিয়ের বলছেন, “Adylkuzz অত্যন্ত উচ্চমানের ও সর্বশেষ প্রযুক্তির কিছু হ্যাকিং টুলস ব্যবহার করে৷ এখনও মাইক্রোসফট এর প্রতিকার খুঁজে পায়নি৷”

[ভেঙে পড়ল WhatsApp পরিষেবা, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার]

The post এবার আপনার স্মার্টফোনেও হানা দিতে পারে ‘র‍্যানসমওয়্যার’ ভাইরাস! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement