সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর খানেক হতে চলল নির্মম মৃত্যু হয়েছে মেয়ের। যে নৃশংসতায় চমকে উঠেছিল গোটা দেশ। শনিবার সেই মেয়ের শেষকৃত্যের জন্য দেহাংশ পেতে আদালতের দ্বারস্থ হলেন শ্রদ্ধা ওয়ালকরের (Shraddha Walkar) বাবা। তিনি দিল্লির এক আদালতে আবেদনে জানিয়েছেন, তিথি-নক্ষত্র মেনে আগামী ৮ মে পড়েছে শ্রদ্ধার বাৎসরিক শেষকৃত্যু। তার আগে পুলিশের থেকে মেয়ের দেহাংশ ফিরিয়ে দেওয়া হোক তাঁকে।
গত বছর ১৮ মে শ্রদ্ধাকে গলা টিপে খুন করেছিল বলে অভিযোগ ওঠে তাঁরই লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালার বিরুদ্ধে। প্রেমিকার দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল সে। এর পর ১৮ দিন ধরে আশপাশের জঙ্গলে ফেলে এসেছিল টুকরোগুলি। গ্রেপ্তারির পর পুলিশকে জঙ্গলে নিয়ে গিয়েছিল আফতাব। সেখান থেকে উদ্ধার হয়েছিল দেহাংশ। যা শ্রদ্ধারই স্পষ্ট হয় ফরেনসিক রিপোর্টে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রদ্ধার বাবার ডিএনএ-র নমুনা সংগ্রহ করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছিল জঙ্গল থেকে উদ্ধার হওয়া ওই হাড়গোড়গুলিকে। বছর ঘুরে দিল্লি হাই কোর্টে সন্তান হারানো পিতার কাতর আহ্বান, শেষকৃত্যের জন্য মেয়ের দেহাংশ দেওয়া হোক তাঁকে।
[আরও পড়ুন: মারণ খেলার ফাঁদ! ষাঁড়ের গুঁতোয় পেট ফুঁড়ে বেরিয়ে এল নাড়িভুড়ি, মৃত্যু যুবকের]
শ্রদ্ধার বাবার আইনজীবী সীমা কুশওয়াহা জানান, আদালতকে লেখা আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, হিন্দু মতে মনে করা হয়, মৃতের শেষকৃত্য সম্পন্ন না হলে তাঁর আত্মা মুক্তি পায় না। পাশাপাশি এটি এক পিতার ভাবাবেগের প্রশ্নও। পরিবারের সদস্যদের শ্রদ্ধার শেষকৃত্য থেকে বঞ্চিত করা উচিত নয়।