সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোকানের সামনে দীর্ঘ লাইন এড়াতে মদের হোম ডেলিভারির অনুমতি দিল রাজ্য। অর্ডার নেওয়ার জন্য স্টেট বেভারেজ কর্পোরেশন (বেভকো) বুধবার একটি ওয়েবসাইট লঞ্চ করেছে। সেখানে ২১ বছরের ঊর্ধ্বে যে কেউ অর্ডার দিতে পারবেন।
excise.wb.gov.in ওয়েবসাইটে ক্রেতারা নির্দিষ্ট পদ্ধতি মেনে অর্ডার দিতে পারবেন। ক্রেতাকে নিজের ঠিকানা, মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। নাম রেজিস্ট্রেশন করার পর ক্রেতারা ওয়েবসাইটে উল্লিখিত স্টোরে মদ অর্ডার দিতে পারবেন। পশ্চিমবঙ্গ অন, অফ, সিএস ও হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক সুস্মিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, “প্রথম দু’দিনে রাজ্যে মদ বিক্রি হয়েছে ১০০ কোটি টাকারও বেশি।”
[আরও পড়ুন: Meru Cabs-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল Flipkart, জরুরি পণ্য আরও দ্রুত পৌঁছবে গ্রাহকদের হাতে]
বুধবার বিক্রি হয়েছে ৩০ কোটি টাকার মদ। তিনি জানিয়েছেন, সোম ও মঙ্গলবার রাজ্যের ৭০ শতাংশ ‘অফ শপ’ খোলা ছিল। বুধবার তা কমে দাঁড়ায় ৫০ শতাংশে। মজুত মদ শেষ হয়ে যাওয়ার কারণে এই দোকানগুলি
বন্ধ থাকে।
[আরও পড়ুন: আরোগ্য সেতু অ্যাপ সম্পূর্ণ সুরক্ষিত, হ্যাকিংয়ের জল্পনা ওড়াল কেন্দ্র]
The post সুরাপ্রেমীদের জন্য সুখবর, এবার বাড়ি বসেই পাওয়া যাবে মদ appeared first on Sangbad Pratidin.