সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালে ক্ষমতায় আসার পর মহিলাদের বিষয়ে নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিল তালিবান (Taliban)। কিন্তু সময় যত গড়িয়েছে, নিষেধাজ্ঞার বহর ততই বেড়েছে। এবার ফতোয়া জারি করে মহিলাদের রেস্তরাঁয় প্রবেশ নিষিদ্ধ করে দিল তালিবান সরকার। অভিযোগ, বহু মহিলা হিজাব না পরে রেস্টুরেন্টে যাচ্ছেন। এর ফলে লিঙ্গ সংমিশ্রণ ঘটছে। যা নিয়ে ধর্মগুরুরা আপত্তি করেছেন। এর ফলেই মহিলাদের উপর নয়া ফতোয়া জারি করল তালিবান।
ক্ষমতায় আসার পর মহিলাদের অধিকার নিয়ে হাজারও প্রতিশ্রুতি দিয়েছিল তালিবান ২.০ । যদিও কার্যক্ষেত্রে যাবতীয় প্রতিশ্রুতি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। প্রথমে মেয়েদের স্কুল যাওয়া নিষিদ্ধ করা হয়েছিল। তার পর ধীরে ধীরে উচ্চশিক্ষার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে ফরমান জারি করেছিল তালিবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রক। এবার রেস্টুরেন্টে ঢোকার ক্ষেত্রেও মানা করা হল মেয়েদের।
[আরও পড়ুন: আর জাতীয় দল নয় তৃণমূল, কী কী সুযোগ হারাল বাংলার শাসকদল?]
সূত্রের খবর, আপাতত আফগানিস্তানের (Afghanistan) হেরাত শহরের কিছু রেস্তরাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে নয়া নিষেধাজ্ঞা। বিশেষত খোলামেলা, প্রশস্ত বাগান রয়েছে রয়েছে এমন রেস্তরাঁতে মহিলারা ঢুকতে পারবেন না। স্বামী তাঁর স্ত্রীকে নিয়েও যেতে পারবেন না। কেবলমাত্র পুরুষরা রেস্তরাঁয় প্রবেশ করতে পারবেন। জানা গিয়েছে, আফগানিস্তানের বেশ কিছু মৌলবাদী ধর্মগুরু সরকারের কাছে অভিযোগ করেন, হিজাব ছাড়াই মহিলাদের রেস্টুরেন্টে যাচ্ছেন। এরপর খোলামেলা জায়গায় নারী-পুরুষ একত্রে হচ্ছেন। তা রুখতেই ‘গণ্যমান্য ব্যক্তিত্ব’দের পরামর্শ মতো মহিলাদের উদ্দেশে নয়া ফতোয়া জারি করা হয়েছে। ভবিষ্যতে দেশটির অন্য শহরের রেস্তরাঁ এবং পার্কের উপরেও একই নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে মনে করা হচ্ছে।