shono
Advertisement

শরীরে থাবা বসিয়েছে ডেঙ্গু? এবার জানিয়ে দেবে স্মার্টফোনই

ব্যাপারটা ঠিক কী?
Posted: 02:28 PM Aug 09, 2023Updated: 02:28 PM Aug 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে ফের প্রকোপ বাড়ছে ডেঙ্গুর। রাজ্যজুড়ে জ্বরে ভুগছেন অনেকেই। মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে গা ম্যাজম্যাজ করতেই আতঙ্ক গ্রাস করছে সবাইকে। ছুটছেন ডাক্তারের কাছে। টেস্ট করছেন ডেঙ্গু। কিন্তু জানেন কি এবার বাড়িতে স্মার্টফোন ব্যবহার করেই মাপতে পারবেন জ্বর, জানতে পারবেন ডেঙ্গু হয়েছে কি না।

Advertisement

ভাবছেন তো কীভাবে? এখন সকলেরই হাতের কাছে রয়েছে স্মার্টফোন। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে হবে Feverfone অ্যাপ। এই অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা স্মার্টফোনকে থার্মোমিটারে পরিণত করবে। জানা গিয়েছে, অ্যাপটি ডাউনলোডের পর সেটি ওপেন করে স্ক্রিনটি একদম কপাল বরাবর ধরতে হবে। জ্বর থাকলে তা ফুটে উঠবে স্ক্রিনেই। ওই অ্যাপেই দেখিয়ে দেবে আপনার ডেঙ্গু হয়েছে কি না।

[আরও পড়ুন: মাস্ক-জুকারবার্গের লড়াইয়ে সরাসরি সম্প্রচার, সংগৃহীত অর্থ যাবে সমাজকল্যাণের কাজে]

তবে এই একটি নয়, আরও একাধিক অ্যাপ রয়েছে, যা কার্যত থার্মোমিটারের কাজ করে। যেমন ‘বডি টেম্পারেচার অ্যাপ’, ‘বডি টেম্পারেচার থার্মোমিটার’। এই অ্যাপগুলিও থার্মোমিটারের মতোই কাজ করে। অর্থাৎ হাতের কাছে থার্মোমিটার না থাকলে এই অ্যাপ ব্যবহার করতেই পারেন জ্বর মাপতে।

[আরও পড়ুন: অনলাইনে ফাঁস হয়েছে আপনার ব্যক্তিগত তথ্য? এবার জানিয়ে দেবে Google]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement