অর্ণব আইচ: পামেলা (Pamela Cocaine Case) কাণ্ডের জের! বদলি হলেন নিউ আলিপুর থানার (New Alipore PS) ওসি অমিতশঙ্কর মুখোপাধ্যায়। তাঁকে বদলি করা হয়েছে স্পেশ্যাল ব্রাঞ্চে। যদিও রিজার্ভ ফোর্সে কর্মরত থাকবেন তিনি। নিউ আলিপুর থানার নতুন ওসি হলেন তিলজলা থানার অতিরিক্ত ওসি শৈবাল রায়। যদিও লালবাজারের এক কর্তা জানান, এটি রুটিন বদলি মাত্র।
গত ফেব্রুয়ারি মাসে নিউ আলিপুরে বিজেপি যুবনেত্রী পামেলা গোস্বামী ও তাঁর বন্ধু যুবনেতা প্রবীরদের গাড়ি থেকে কোকেন উদ্ধার হয়। পামেলা বিজেপি নেতা রাকেশ সিং ও তার সঙ্গে নিউ আলিপুর থানার ওসির বিরুদ্ধেও তাঁদের ফাঁসানোর অভিযোগ আনেন। রাকেশকে পুলিশ গ্রেপ্তার করে। নিউ আলিপুর থানার পুলিশ আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এই মাসেই কোকেনকাণ্ডের চার্জশিট থেকে পামেলা, প্রবীর ও তাঁর নিরাপত্তারক্ষীর নাম বাদ পড়ে। এর পর এদিন বদলি হলেন নিউ আলিপুর থানার ওসি।
[আরও পড়ুন: সংকটকালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের নামে প্রতারণা চক্র, আগাম টাকা হাতিয়ে গ্রেপ্তার ২]
তবে শুধু নিউ আলিপুর নয়, কলকাতা পুলিশে ইন্সপেক্টর পদে ব্যাপত রদবদল করল লালবাজার। বদলি হলেন কয়েকটি থানার ওসিও। একই সঙ্গে শনিবার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে রদবদল হয়। কিছুদিন আগেই ১৯ জন ইন্সপেক্টরের পদোন্নতি হয়। ফলে কয়েকটি থানার ওসির পদ খালি হয়ে যায়। সেই পদেও নতুন ওসিদের আনা হয়েছে। লালবাজারের সূত্র জানিয়েছে, উল্টোডাঙা থানার ওসি কান্তিময় বিশ্বাস কোর্ট ইন্সপেক্টরের পদে বদলি হয়েছেন। গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর সুবর্ণ দত্তচৌধুরি হলেন উল্টোডাঙা থানার ওসি। নাদিয়াল থানার অতিরিক্ত ওসি অরিন্দম ভট্টাচার্য হলেন নারকেলডাঙা থানার ওসি। স্পেশ্যাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মৃণালকান্তি মুখোপাধ্যায় হলেন মানিকতলা থানার ওসি। গার্ডেনরিচ থানার অতিরিক্ত ওসি সাজিদ মল্লিক হলেন মেটিয়াবুরুজ থানার ওসি। মেটিয়াবুরুজ থানার ওসি মুকেশ সিং হলেন এন্টালি থানার নতুন ওসি। এন্টালি থানার ওসি আবদুল্লাহ সানা বদলি হলেন রিজার্ভ ফোর্সে।
কোর্ট ইন্সপেক্টর পরিতোষ ভাদুড়ি হলেন শ্যামপুকুর থানার ওসি। বেলেঘাটা থানার ওসি প্রদীপকুমার ঘোষাল বদলি হলেন গোয়েন্দা বিভাগে। গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর প্রেমজিৎ চৌধুরি হলেন বেলেঘাটা থানার ওসি। উত্তর বন্দর থানার ওসি বিমান দে হলেন জোড়াবাগান থানার নতুন ওসি। উত্তর বন্দর থানার ওসি হলেন মনোজকুমার ঝা। গার্ডেনরিচ থানার অতিরিক্ত ওসি হলেন জয়দীপ দাস। নাদিয়াল থানার অতিরিক্ত ওসি হলেন বিশ্বজিৎ দেবনাথ। নারকেলডাঙা থানার অতিরিক্ত ওসি হলেন লোপসাং শেরিং ভুটিয়া। ইন্সপেক্টর ভগীরথ ঘোষ রিজার্ভ ফোর্স থেকে বদলি হলেন গোয়েন্দা বিভাগে। নারকেলডাঙা থানার অতিরিক্ত ওসি নজরুল ইসলাম মেহেদি বদলি হলেন রিজার্ভ ফোর্সে। এদিন ন’জন অ্যাসিসট্যান্ট কমিশনারেরও রদবদল হয়।
[আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গোলপার্কের বাড়িতে ফিরলেন শোভন]
এসি (পিটিএস) দীপক ঘটক বদলি হয়েছেন স্পেশাল ব্রাঞ্চে। গোয়েন্দা বিভাগের এসি সুজিত চক্রবর্তী বদলি হলেন পিটিএসে। স্পেশাল টাস্ক ফোর্সের এসি সুশান্ত ধর বদলি হয়েছেন গোয়েন্দা বিভাগে। গোয়েন্দা বিভাগের এসি অতনু বন্দ্যোপাধ্যায় বদলি হয়েছেন স্পেশাল টাস্ক ফোর্সে। এসি (পোর্ট) অমিত রক্ষিত বদলি হয়েছেন গোয়েন্দা বিভাগে। এসি (হেড কোয়ার্টার ফোর্স) সিদ্ধার্থ দত্ত হলেন এসি (পোর্ট)। এসি (ইবি) মহম্মদ আসিম আলি হলেন এসি (ইএসডি)। লালবাজার থেকে এসি গৌতম চক্রবর্তী বদলি হলেন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর প্রথম ব্যাটালিয়নে। এসি (প্রথম ব্যাটালিয়ন) কৌশিক চট্টোপাধ্যায় বদলি হয়ে লালবাজারে এলেন বলে জানিয়েছে পুলিশ।