সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মাত্রাছাড়া দূষণ রুখতে সোমবার দুপুরে উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে ডাকেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই বৈঠকে ফের জোড়-বিজোড় নম্বর-প্লেটের গাড়ির বিধিনিষেধ ফেরানোর সিদ্ধান্ত হল। তবে তা লাগু হবে দিওয়ালির পরে। পাশাপাশি চলতি সপ্তাহ থেকেই সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানালেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই।
সোমবার কেজরিওয়ালের নেতৃত্বে বৈঠকের পর গোপাল রাই জানান, দূষণ পরিস্থিতির কারণে নভেম্বরের ১০ তারিখ সব স্কুল বন্ধ রাখা হবে। বোর্ড পরীক্ষার কারণে কেবল দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস নেওয়া হবে স্কুলগুলিতে। উল্লেখ্য, এর আগে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে পঞ্চম শ্রেণি অবধি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। অন্যদিকে ফেরানো হচ্ছে জোড়-বিজোড় নম্বর-প্লেটের গাড়ির বিধি। দিল্লি সরকারের দাবি, রাস্তাায় গাড়ির সংখ্যা কমলে দূষণ অনেকটাই কমানো যাবে। দিওয়ালি ডিঙোলেই ১৩-২০ নভেম্বর অবধি এই বিধিনিষেধ চালু হবে। পরিস্থিতির উপর নজর রেখে এই বিধিনিষেধের সময়সীমা বাড়নাও হতে পারে।
[আরও পড়ুন: রাতের দিকে সোনার ব্যাটে বিরাট বরণ, জন্মদিনে কোহলিকে বিশেষ উপহার দিল সিএবি]
উল্লেখ্য, সপ্তাহ খানিক ধরে চলা ধোঁয়াশার জেরে রাজধানীতে ভিন রাজ্যের ডিজেল চালিত গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। পাশাপাশি নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ থাকবে আপাতত। এছাড়াও BS3 পেট্রল এবং BS4 ডিজেল গাড়ির নিষেধাজ্ঞা আগের মতোই থাকছে। এইসঙ্গে উৎসবের মরশুমে বড় সমস্যা আতসবাজি। আগের মতোই আতসবাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকছে।
[আরও পড়ুন: কৃষ্ণনগর-করিমপুর প্রস্তাবিত রেলপথের জমি চেয়ে চিঠি রেলের]
এই বায়ুদূষণ যে কী মারাত্মক, তা বিগত কয়েকবছর ধরে বেশ টের পাচ্ছেন দিল্লিবাসী। কার্যত ‘গ্যাস চেম্বার’ হয়ে ওঠে রাজধানী শহর। নিঃশ্বাস নেওয়া দায়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা বলছে, দূষণ মানুষের জীবনের গড় আয়ু ১২ বছর কমিয়ে দিতে পারে। তবে এই সমস্যা বিশ্বের বিভিন্ন রাজধানী শহরেই বেড়ে চলেছে, যা উদ্বেগজনক।
সোমবার দূষণের ভয়াবহতার কথা উঠে এসেছে দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মার মুখেও। তিনি জানান, গত এক বছরে প্রথমবার দূষণের কারণে প্রাতঃভ্রমণে বেরোতে পারেননি। বলেন, “বাতাসের গুণগত মান খুব খারাপ আজ। গাড়িতে বেশ দূর দেখা যাচ্ছে না। হালকা শ্বাসকষ্ট হচ্ছিল। শরীরে জ্বালাও অনুভব করেছি।”