shono
Advertisement

মেধার জোরে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল নদিয়ার খুদে, আপ্লুত পরিবার

কী বলছে খুদের মা?
Posted: 03:08 PM May 19, 2023Updated: 04:28 PM May 19, 2023

রমণী বিশ্বাস, তেহট্ট: বয়স দুই বছর এগারো মাস। এখনই মুখস্থ সবজি, ফুল, ফল, পাখির নাম। এই বয়সেই নিজের প্রতিভার জেরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জায়গা করে নিল ভারত-বাংলাদেশ সীমান্তের নদিয়ার (Nadia) তেহট্ট থানার দেবনাথপুর গ্রামের ছোট্ট আরাধ্যা সরকার।

Advertisement

ভারত-বাংলাদেশ সীমান্তের তেহট্ট থানার দেবনাথপুর গ্রামের বাসিন্দা আরাধ্যা সরকার। তার মা সীমা সরকার বাগাখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। পরিবার সূত্রে জানা গিয়েছে, একেবারে ছোট থেকেই যা শুনতো বা দেখতো তা মাথায় গেঁথে যেত খুদের। বিষয়টি নজর এড়ায়নি খুদের মা ও দিদি-সহ পরিবারের কারও। সবজি, ফুল, ফল, গাছ, পাখি, সব কিছুর নাম তার মুখস্থ।

[আরও পড়ুন: শনিবার থেকেই বদলাবে আবহাওয়া, রাজ্যজুড়ে বাড়বে গরম, কী বলছে হাওয়া অফিস?]

এ বছর এপ্রিল মাসের ৩ তারিখ ইন্ডিয়া বুক অফ রেকর্ডের দপ্তরে পাঠানো হয় আরাধ্যার ভিডিও। যেখানে মাত্র দুই মিনিট ২৮ সেকেন্ডের ১২৫ টি আলাদা আলাদা ছবি দেখে নাম বলে দেয় সে। এরপর ২০ এপ্রিল দপ্তর থেকে আরাধ্যার সেই প্রতিভার কীর্তিকে স্বীকৃতি দেওয়া হয়। গত ১৬ই মে সংস্থার তরফ থেকে শংসাপত্র, মেডেল-সহ বিভিন্ন উপহার আরাধ্যার বাড়ির ঠিকানায় আসে। খুশি খুদের মা ও দিদি আত্মীয় পরিজন, প্রতিবেশী থেকে শুভাকাঙ্ক্ষীরা সকলেই। খুদের মায়ের কথায়, “দুই বছর এগারো মাসের ছোট্ট আরাধ্যা অনায়াসে যা করে দেখিয়েছে তা অনেক। নিজের নাম নথিভুক্ত করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার