AI চাইলে কী না পারে! ছবি-ভিডিও তৈরি তো আছেই। যে কোনও প্রশ্ন করলে সহজেই তার উত্তর দিয়ে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা। কখনও আবার AI হয়ে ওঠে লাভ গুরু! প্রযুক্তির টিপস মেনে এবার এইআইভির ওষুধ খেয়ে কেলেঙ্কারি কাণ্ড দিল্লির বাসিন্দার।
ফাইল ছবি।
ব্যাপারটা ঠিক কী? বছর ৪৫-এর ওই ব্যক্তি অসুরক্ষিত যৌনতার পরই আতঙ্কিত হয়ে পড়েন। এইআইভি সংক্রমণের আশঙ্কা করে ওষুধ খাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তার জন্য চিকিৎসকের কাছে যাননি তিনি। এআইয়ের কাছে জানতে চান ওষুধের নাম। চোখ বন্ধ করে ভরসা করে তা খেতেও শুরু করেন তিনি। যার পরিণতি হয়েছে ভয়ংকর! স্টিভেনস-জনসন সিনড্রোম নামে এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। চলছে চিকিৎসা।
ফাইল ছবি।
চিকিৎসকরা বলছেন এইচআইভি আক্রান্তের সংস্পর্শে আসার ৭২ ঘণ্টার মধ্যে এই ওষুধু খেতে হয়। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তাহলে তৎক্ষণাৎ তা বন্ধ করতে হয়। কিন্তু ডাঃ রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন রোগী এআই এর পরামর্শের ভিত্তিতে কোনও প্রেসক্রিপশন ছাড়াই স্থানীয় দোকান থেকে এইচআইভি প্রতিরোধের একটি ২৮ দিনের কোর্স কিনেছিলেন। তা নিয়মিত খাওয়াও শুরু করেন। তাঁর শরীরে ব়্যাশ বেরনো পর্যন্ত ওষুধটি খাচ্ছিলেন তিনি। এরপর চোখে সমস্যা, ব়্যাশ-সহ একাধিক ইস্যু নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হন ওই ব্যক্তি। বিষয়টা জেনে চক্ষচড়কগাছ দশা চিকিৎসকদের। তড়িঘড়ি শুরু হয় চিকিৎসা। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
ফাইল ছবি।
কী এই স্টিভেনস-জনসন সিনড্রোম? এটি SJS নামে পরিচিত। এটি মূলত বাচ্চা ও অনুর্ধ্ব তিরিশদের ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু ব্যতিক্রমও রয়েছে। তবে পুরুষদের তুলনায় মহিলারাই এতে আক্রান্ত হয়। মূলত নিউমোনিয়া থেকে এই বিরল রোগ হয়।
একনজরে দেখে নিন এই রোগের উপসর্গ
১. চামড়ায় ব্যথা
২. প্রবল জ্বর
৩. গা-হাত-পা ব্যথা
৪. ব়্যাশ
৫. কাশি
৬. মুখ, গলা, চোখে সমস্যা
৭. ত্বক বিবর্ণ হয়ে যাওয়া
৮. প্রস্রাবের সময় ব্যথা অনুভব
