shono
Advertisement
Pune

খালি হাতেই সাপ ধরে গলায় জড়ালেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা, তারপর কী ঘটল? দেখুন ভিডিও

ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Published By: Gopi Krishna SamantaPosted: 06:08 PM Jul 28, 2025Updated: 06:11 PM Jul 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খালি হাতেই সাপ ধরছেন ৭০ বছরের এক বৃদ্ধা। শুধু ধরছেন তাই নয়, গলায় জড়িয়ে নিচ্ছেন সাপটিকে। এমনই ভংয়কর ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। পরে জানা যায় ওই বৃদ্ধার নাম শকুন্তলা সুতার। বয়স ৭০ বছর। তিনি পুণের মুলশি তালুকের আম্বলি গ্রামের বাসিন্দা। গ্রামেরই এক যুবক ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।

Advertisement

ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, একটি বাড়ির উঠোনে থাকা বোর্ডের মধ্যে লুকিয়ে রয়েছে একটি সাপ। সেই সাপটিকেই ধরেন শকুন্তলা। তারপেরই সাপটিকে ফাঁকা জায়গায় নিয়ে আসেন তিনি। এরপরেই সাপটিকে গলায় জড়িয়ে নিতে দেখা যায় বৃদ্ধাকে। সত্তোর্ধ বৃদ্ধার এমন কাণ্ডে হতবাক হয়ে যান ওই স্থানে থাকা বাকি মানুষজন। এদিকে সাপটিকে শুধু গলায় জড়িয়ে নেওয়ায় নয়, বিশধর সাপ ও বিশহীন সাপ নিয়ে সাধারণ সচেতন করতে বেশ কিছু পরামর্শ দেন তিনি।

শকুন্তলা বলেন, “সাপ দেখলেই আতঙ্কিত হওয়ার কারণ নেই। সব সাপের বিষ নেই। ধামন সাপ মানুষের কোনও ক্ষতি করে না। উলটে এই সাপ যদি খামারে খাকে তাহলে ইঁদুর ধরে খায়। এতে কৃষকদের উপকারই হয়। সাপ দেখলেই অনেকে তাদের মেরে ফেলেন। এটা উচিৎ নয়।” ধামন সাপ সারা দেশজুড়েই দেখা যায়। বিশেষজ্ঞরা মতে, এই সাপের বিষ নেই। এরা মানুষের কোনও ক্ষতিও করে না। উলটে খামারে, জমিতে থাকা ইঁদুর খায় এরা। এতে ইঁদুরের বংশবিস্তার রুখতে সাহায্য করে।

এদিকে কয়েকদিন আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, এক যুবক একটি বিশালাকার কিং কোবরাকে ধরে দাঁড়িয়ে রয়েছেন। সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ওই ভিডিওতে দেখা যায় একটি বিশালাকার কিং কোবরাকে ধরে দাঁড়িয়ে রয়েছেন ফরেস্ট অফিসার প্রবীণ কাসওয়ান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খালি হাতেই সাপ ধরছেন ৭০ বছরের এক বৃদ্ধা।
  • শুধু ধরছেন তাই নয়, গলায় জড়িয়ে নিচ্ছেন সাপটিকে।
  • এমনই ভংয়কর ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Advertisement