সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রুপক্ষ, সীমান্ত, কাঁটাতার মানে না পাখি, নদী আর বাতাস। যাবতীয় ভেদাভেদ আসলে মানুষের তৈরি। করিনা কাপুর-অভিষেক বচ্চন অভিনীত রিফিউজি ছবিতে এমনই বার্তা দেওয়া এক গান ছিল সোনু নিগমের কণ্ঠে। সেখানে অবশ্য বাঘের কথা বলা ছিল না, এমনকী চিতাবাঘের কথা। কিন্তু সম্প্রতি তাই ঘটেছে। পাকিস্তান (Pakistan) থেকে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে একটি চিতাবাঘ (Leopard)। কুখ্যাত সন্ত্রাসবাদী নয় বটে। তথাপি তাকে নিয়ে বিপাকে পড়েছে ভূস্বর্গের সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয়রাও ভয়ে ত্রস্ত।
ঘটনাটি কাশ্মীরের (Jammu and Kashmir) সাম্বা জেলার রামগড় সাব সেক্টরের। শনিবার সন্ধে ৭টা নাগাদ পাক সীমান্ত পেরিয়ে চিতাবাঘটি ভারতে ঢুকে পড়ে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সীমান্ত পেরিয়ে চিতাবাঘের ভারতে প্রবেশ করার ভিডিও। ওই ভিডিওতে দেখা গিয়েছে, রাতের অন্ধকারে প্রায় হামাগুড়ি দিয়ে কাঁটাতারের নিচ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে বাঘটি। ইতিমধ্যে সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের তরফে বাঘের অনুপ্রবেশের কথা জানিয়ে সতর্ক করা হয়েছে স্থানীয় গ্রামবাসীদের।
[আরও পড়ুন: ‘সব কথা মনে নেই’, ‘যৌন হেনস্তা’ ইস্যুতে পুলিশের কাছে সময় চাইলেন রাহুল, ফুঁসছে কংগ্রেস]
এদিকে পাকিস্তানের বাঘ ভারতীয় ঢুকে পড়ায় শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মজার মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, “চিতাবাঘটিও আর পাকিস্তানে থাকতে চাইছে না। সে দেশে নিজেকে নিরাপদ মনে করছে না।” যদিও সাম্বা জেলার রামগড় সাব সেক্টরের মানুষের জন্য বিষয়টি মোটেই মজার না। তাঁরা চিতার ভয়ে ঘর থেকে বেরোতে পারছেন না। পুলিশ বন দপ্তরের সহযোগিতায় চিতাবাঘটিকে খাঁচাবন্দি করার চেষ্টা করছে।