সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্কৃত (Sanskrit) ছিল ভারতীয় সংস্কৃতি (Indian Culture) চর্চার ভাষা। এদেশের অধিকাংশ মহাকাব্য ও শাস্ত্র এই ভাষাতে রচিত। অপ্রিয় সত্য হল সেই ভাষাকেই ভুলতে বসেছে ভারতীয়রা। বিদেশি ভাষা ইংরেজিতে দক্ষ এদেশের যত মানুষ, তার অর্ধেক মানুষও সংস্কৃত বলতে বা পড়তে পারেন না। কিন্তু বেঙ্গালুরুর (Bengaluru) এক ক্যাব চালক (Cab Driver) অনর্গল সংস্কৃত বলে চমকে দিয়েছেন নেটিজেনদের। ভাইরাল হয়েছে সেই ভিডিও (Viral Video)।
বেঙ্গালুরুর ওই ক্যাব চালকের নাম জানা যায়নি, তবে তাঁর সংস্কৃতে কথা বলার দক্ষতা দেখে চমকেছে জনতা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, যাত্রীর সঙ্গে বিশুদ্ধে সংস্কৃতে কথা বলছেন ক্যাব চালাক যুবক। যুবকের সংস্কৃত উচ্চারণে স্পষ্ট তিনি এই ভাষাটিত রীতিমতো সড়গড়। প্রায় মাতৃভাষার মতো দক্ষতা দেখা গিয়েছে ক্যাব চালকের মধ্যে। সংস্কৃতে ওই ক্যাব চালক জানিয়েছেন, গত দশ বছর ধরে তিনি মাঝে মাঝেই সংস্কৃতে কথা বলেন। এই ভাষা চর্চা করেন তিনি। গোটা ঘটনায় চমকে গিয়েছে নেটিজেন।
[আরও পড়ুন: ‘রাত ৯টা পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে দিতে হবে,’ কনের সঙ্গে চুক্তি হবু বরের]
ক্যাব চালকের সঙ্গে যাত্রীও কথোপকথন চালান সংস্কৃতে। আচমকা বিশুদ্ধ ভারতীয় ভাষার আবহাওয়া তৈরি হয় চলন্ত ক্যাবটিতে। যা দেখে ও শুনে মুগ্ধ হয় নেটিজেরা। সকলে ক্যাব চালকের দক্ষতাকে কুর্নিশ জানান। অন্যদিকে নিজেদের অপারগতায় হতাশা ব্যক্ত করেন। কেউ কেউ নতুন করে সংস্কৃত শেখার আগ্রহ প্রকাশ করেন।