সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেট এক আশ্চর্য ভুবন। কত কী যে ভাইরাল (Viral) হয়ে যায় মুহূর্তে! এই মুহূর্তে তেমনই ছড়িয়ে পড়েছে একটি পোস্ট। বেঙ্গালুরুর বাসিন্দা এক ভদ্রমহিলা শহর ছেড়ে চলে যাওয়ার আগে নিজের নিত্য ব্যবহার্য জিনিসপত্র বিক্রি করে দিচ্ছেন। যার মধ্যে রয়েছে একটি সাধারণ জলের ফিল্টার। আর সেটার জন্য দর হাঁকিয়েছেন ৪১ হাজার টাকা।
পোস্টের ক্যাপশনে লেখা ‘বেঙ্গালুরু (Bengaluru) ছেড়ে চলে যাওয়ার কারণে বিক্রি করছি।’ স্বাভাবিক ভাবেই তাঁকে এমন চড়া দামে ফিল্টার বিক্রি করতে দেখে থ হয়ে গিয়েছেন নেটিজেনরা। ব্যাপারটা কী? বুঝে পাচ্ছেন না কেউই। কেন এমন অদ্ভুত দাম বাঁধলেন ওই মহিলা? তা অবশ্য বোঝার উপায় নেই। তবে পোস্টটির তলায় নানা মজার মন্তব্য জমা পড়তে শুরু করেছে।
[আরও পডৃ়ুন: রক্তস্নাত বলিউডকে জীবনের গল্প শোনাল ‘ডাঙ্কি’, কেমন হল শাহরুখের নতুন ছবি?]
একজন লিখছেন, ‘এটা বোধহয় একটু দামি হয়ে গেল!’ আরেকজনের মন্তব্য, ‘ইএমআই দেওয়ার সুযোগ রয়েছে?’ আবার আর এক নেটিজেন জানাচ্ছেন, ‘আমি কী প্রতিক্রিয়া দেব অনেকক্ষণ ধরেই ভেবে পাচ্ছি না।’ আবার কেউ কেউ মজা করেছেন, বোধহয় ফিল্টারে থাকা জলটাও বিক্রি করা হবে। আর সেটা মহার্ঘ্য। এমনই নানা মতামতে পোস্টটিও হয়ে উঠছে নিতান্তই দামি।