সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপরিবহন নিয়ে অভিযোগের শেষ নেই জনতার। ট্রেনের ক্ষেত্রে দেরিতে চলা ও অপরিচ্ছন্নতা যদি অভিযোগ হয়, তবে বাসের ভিড় এবং যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া নিয়ে ক্ষিপ্ত নিত্য যাত্রীার। বেঙ্গালুরুর (Bengaluru) মতো ট্রাফিক জ্যামের শহরে অভিযোগের মাত্রা তো কয়েক গুণ বেশি। যদিও সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হল সেই শহরেরই এক যাত্রীর। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রে ঢোকার বাস পরিষেবায় আশ্চর্য পেশাদারিত্বের সাক্ষী হলেন এক যুবক। ওই একজন মাত্র যাত্রীকে নিয়ে নির্দিষ্ট সময়ে রওনা দিল বিএমটিসির বাস।
ভালো অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এস এস হরিহরণ। এক্স হ্যান্ডেলে বিএমটিসিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “বিমানবন্দর থেকে ফিরলাম। এই দুই ব্যক্তি (চালক এবং কন্ডাক্টর) কেবল আমার জন্যই বাস চালালেন। নির্দিষ্ট সময়ে বাস ছাড়লেন। ওঁদের বন্ধুত্বপূর্ণ এবং নিরাপদ সঙ্গে বাড়ি ফিরলাম।” এই লেখার সঙ্গে ছবিও দিয়েছেন যুবক। যেখানে হাসি মুখে দেখা গিয়েছে যুবক, কন্ডাক্টর এবং চালককে।
[আরও পড়ুন: কেমন নিরাপত্তা ব্যবস্থা থাকে সংসদে? তাণ্ডবের পর আসছে কোন বদল]
হুড়মুড় করে ভাইরাল হয়েছে পোস্টটি। এক ব্যক্তি জানান, বিএমটিসি এই বাস সার্ভিসে ১ কিলোমিটার বাস চালাতে খরচ পড়ে ৯৫ টাকা। যা জানার পর বাস কোম্পানিকে আরও একবার ধন্যবাদ জানান যুবক। তিনি বলেন, “আমি জানতাম না। তাহলে তো বিরাট ভাগ্যবান।” একাধিক নেটিজেন বিএমটিসির বাস পরিষেবার প্রশংসা করেন।