shono
Advertisement

Breaking News

‘বম্ব সাইক্লোনে’জমে গিয়েছে নায়াগ্রাও, দেখুন জলপ্রপাতের আশ্চর্য ছবি

দুর্যোগের মধ্যেও নায়াগ্রার আশ্চর্য রূপ দেখতে হাজির হচ্ছেন পর্যটকরা।
Posted: 05:08 PM Dec 29, 2022Updated: 08:49 PM Dec 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ তুষারঝড় বম্ব সাইক্লোনে (Bomb Cyclone) বিপর্যস্ত আমেরিকা (America)। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এবার প্রবল ঠান্ডায় জমে গেল নায়াগ্রা জলপ্রপাতের (Niagara Falls) একাংশও। বরফে পরিণত বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media)। যা দেখে হতবাক গোটা নেটিজেনরা। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, আপতদৃষ্টিতে মনে হচ্ছে গোটা জলপ্রপাতটাই থমকে গিয়েছে, কিন্তু তা আদৌ ঘটেনি। জলধারার উপরি অংশ জমে যাওয়ায় এমনটা মনে হচ্ছে।

Advertisement

গত ২৩ ডিসেম্বর তুষাঝড় বম্ব সাইক্লোন আছড়ে পড়ে আমেরিকায়। এর পর থেকে সাধারণ জনজীবন বিপর্যস্ত। গতকাল অবধি ৫৯ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছে গিয়েছে মাইনাস ৪৮ ডিগ্রিতে। এই অবস্থায় জমে গিয়েছে পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতও। আসলে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাওয়াতেই নায়াগ্রা নদীর জল জমে গিয়েছে। জলের উপর বরফের আস্তরণ পড়েছে। বর্তমানে সেই বরফ নিয়েই নিচে আছড়ে পড়ছে বিরাট জলপ্রপাত। সেই দৃশ্যও আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য। 

[আরও পড়ুন: মাত্র ৮ মাসে ৪৮ কেজি মেদ ঝরালেন দিল্লির পুলিশকর্তা, ওজন কমিয়ে পেলেন পুরস্কার]

নায়াগ্রা ফলস নিউ ইয়র্ক স্টেট পার্কের ওয়েবসাইটে বলা হয়েছে, স্বাভাবিক অবস্থায় ৩২ ফুট প্রতি সেকেন্ড বেগে প্রতি সেকেন্ডে ৩,১৬০ টন জল প্রবাহিত হয় এই জলপ্রপাতে। বর্তমানে নদীতে বরফ জমে যাওয়ায় সেই গতি অনেকটাই রুদ্ধ হচ্ছে। তবে নায়াগ্রা জলপ্রপাত পুরোপুরি কখনওই জমে যাওয়া সম্ভব না, জানিয়েছে নায়াগ্রা পার্ক কর্তৃপক্ষ। এদিকে ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পর্যাটকরা নায়াগ্রা দেখতে হাজির হচ্ছেন। তাঁদের তোলো বরফ জমা বিশাল জলপ্রপাতের অসংখ্য ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: মাঝআকাশে হাতাহাতি, যাত্রীদের ঝামেলা থামাতে নাজেহাল বিমানসেবিকা, ভাইরাল ভিডিও]

প্রসঙ্গত, বড়দিনের আগেই তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে আমেরিকা ও কানাডার বিস্তীর্ণ এলাকা। বেশ কয়েকদিন কেটে গেলেও বরফের নিচে রয়েছে একাধিক অঞ্চল। সেদেশের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রায় চার ফুট বরফ জমে রয়েছে বাফেলো বিমানবন্দর এলাকায়। সেই সঙ্গে প্রতিদিন তুষারপাতের ফলে ঘণ্টায় দুই থেকে তিন ইঞ্চি বেড়ে যাচ্ছে জমে থাকা বরফের পরিমাণ। বাফেলোর গভর্নর কেথি হোচুল বলেছেন, “পুরো এলাকা এখন যুদ্ধ ক্ষেত্রের মতো হয়ে গিয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার