shono
Advertisement
Haryana

রুটি নিতে হামলে পড়ল অতিথিরা! বিয়েবাড়িতে চূড়ান্ত বিশৃঙ্খলার ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে

রাঁধুনির কর্মকাণ্ড একেবারে আশ্চর্য হওয়ার মতো!
Published By: Kousik SinhaPosted: 09:56 PM Dec 13, 2025Updated: 09:56 PM Dec 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিয়ে বাড়িতে কে আগে নেবে তন্দুরি রুটি! আর তা নিয়ে একেবারে কাড়াকাড়ি। বিয়ের আসর মুহূর্তে বদলে গেল চরম বিশৃঙ্খলা-অশান্তিতে। এই পরিস্থিতিতে রাঁধুনির কর্মকাণ্ড একেবারে আশ্চর্য হওয়ার মতো। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'। তবে ভিডিও সামনে আসতেই নেট দুনিয়ায় পড়ে গিয়েছে হৈচৈ। কেউ ছুঁড়ে দিচ্ছেন কটাক্ষ, আবার কেউ নিছক মজা নিতে ছাড়ছেন না। কিন্তু ঘটনা এমন কি ঘটেছে?

Advertisement

ঘটনাটি ঘটেছে হরিয়ানার সিরসা জেলায়। সেখানকার একটি বিয়ে বাড়িতে এই ঘটনাটি ঘটে। জানা যায়, রাতের সঙ্গে খাবারের জায়গায় ক্রমশ ভিড় বাড়ছিল। যে জায়গাতে তন্দুরি রুটি তৈরি হচ্ছিল সেখানে অতিথিদের ভিড় ক্রমশ বাড়ছল। আর সেখানেই ঘটে যায় যত কাণ্ড! সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রুটি তৈরির জায়গা একেবারে ঘিরে নিয়ে ছিলেন বিয়ে বাড়িতে আসা অতিথিরা। গরম রুটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে শেষ! একটা সময় রুটি নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। রাঁধুনিকে পর্যন্ত অতিথিদের কেউ কেউ ঘিরে ফেলেছিলেন বলে দাবি।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রুটিগুলি যে শিকগুলি থেকে তোলা হচ্ছিল, সেখান থেকে পর্যন্ত তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে! আর তা করতে গিয়ে মাটিতে পড়ে যাচ্ছে একের পর এক রুটি। এই অবস্থায় একটা সময় রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন রাঁধুনি। চরম ক্ষোভ প্রকাশ করতে থাকেন অতিথিদের এহেন কর্মকাণ্ডে! ক্ষোভের মধ্যে একের পর এক রুটি পালটা অতিথিদের প্লেটে ছুড়তে শুরু করে দেন ওই রাঁধুনি। তা নিয়েও চলে কাড়াকাড়ি। এরপর ক্ষোভে চিৎকার শুরু করে দেন ওই ব্যক্তি। রান্না না করেই মাঝ পথে চলে যাওয়ারও হুমকি দেন বলে দাবি।

বিয়ের বাড়ির এমন ভিডিও ভাইরাল হতেই কেউ করছেন সমালোচনা আবার কেউ একেবারে হাসিতে গড়াগড়ি খাচ্ছেন। যদিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'। ভিডিওটি 'ইনফোবাজার নেট’ নামের হ্যান্ডল থেকে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে বহু মানুষ তা দেখেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ে বাড়িতে কে আগে নেবে তন্দুরি রুটি! আর তা নিয়ে একেবারে কাড়াকাড়ি।
  • ঘটনাটি ঘটেছে হরিয়ানার সিরসা জেলায়।
Advertisement