সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঁচে থাকার জন্য চাকরি খোঁজে মানুষ। কিন্তু চাকরির স্বার্থে জীবনের সঙ্গে খুব বেশি আপোসের পথে হাঁটতে রাজি নন বেশিরভাগই। কিন্তু এই দুয়ের মাঝে যদি দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে তার সমাধান সত্যিই বেশ কঠিন। যে কঠিন পরিস্থিতির মধ্যে এখন পড়েছেন বছর উনত্রিশের এক যুবক। সোশাল মিডিয়া পোস্টে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে চরম সংকটের কথা তুলে ধরেছেন তিনি। আন্টার্কটিকায় কোটি টাকারও বেশি চাকরি পেয়েছেন, থাকতে হবে মাত্র ৬ মাস। এই ছ'মাসে কোনও খরচ নেই, বেতনের পুরোটাই সঞ্চয় হবে। কিন্তু তারপরও ওই চাকরিটি তিনি গ্রহণ করবেন কিনা, তা নিয়ে সংশয়ে পড়েছেন। কারণ একটাই, প্রেমিকার থেকে দূরে চলে যেতে হবে। পোস্টে যুবক লিখেছেন, '৬ মাস অনেকটা দীর্ঘ সময়।'
যুবকের এই পোস্টটি ভাইরাল।
পরিবেশ নিয়ে গবেষণা সংস্থায় চাকরি করেন বছর উনত্রিশের ওই যুবক। বছর তিনেক ধরে প্রেমের সম্পর্কে জড়িত এবং একে অপরের সঙ্গে স্বপ্নের দিনযাপন করছেন। এমতাবস্থায় যুবকের কাছে আন্টার্কটিকায় চাকরির প্রস্তাব এসেছে। মেরুদেশের একাকী গবেষণাকেন্দ্রটিতে থেকে কাজ করতে হবে আগামী ৬ মাস। তার জন্য ১.৩ কোটি টাকা দেওয়া হবে তাঁকে। সেইসঙ্গে ওই কেন্দ্রে থাকা, খাওয়া, বিমানভাড়া, গ্যাস, ইঞ্জিন, বিদ্যুৎ সমস্ত সুবিধা মিলবে একেবারে নিখরচায়। অর্থাৎ বেতনের পুরো অর্থই জমানো যাবে। নিজের পোস্টেই তা উল্লেখ করেছেন ওই যুবক। লিখেছেন, আন্টার্কটিকায় ৬ মাস একেবারে বিনা খরচে থাকা যাবে। উপরন্তু, ওই বেতনের টাকা জমালে তাঁর যা ব্যাঙ্ক ব্যালেন্স হবে, তাতে অবসরের পরও হেসেখেলে জীবন কাটাতে পারবেন।
কিন্তু এত সুবিধার পরও শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মতোই যুবক যেন বলছেন, 'যেতে পারি/ যে-কোন দিকেই আমি চলে যেতে পারি/কিন্তু, কেন যাবো?' সোশাল মিডিয়া পোস্টে নিজের সঙ্গে নিজের দ্বন্দ্বের কথাই তুলে ধরেছেন তিনি। লিখেছেন, 'আমার প্রেমিকা সব কাজে আমাকে সমর্থন করেন। কিন্তু আমি এত দূরে চলে যাব, সেটা মোটেই তাঁর পছন্দ নয়। আমরা ৩ বছর ধরে সম্পর্কে আছি। কিন্তু ৬ মাস এত দূরে থাকা... অনেকটা সময়। পরিবার ছেড়ে একেবারে একলা আন্টার্কটিকায় থাকা খুব কষ্টকর ব্যাপার। প্রেমিকা-পরিবার, নাকি নিজের কেরিয়ার, কীসে গুরুত্ব দেব, বুঝতে পারছি না।' সত্যি, এই 'অঙ্ক কী কঠিন!'
