সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাসরঘরে শুরু হওয়া সম্পর্কের অবসান হল রান্নাঘরে! পেঁয়াজ-রসুন খাওয়া নিয়ে বিবাদে জেরে ২৩ বছরে বৈবাহিক সম্পর্কে ইতি টানছেন গুজরাটের এক দম্পতি। পারিবারিক আদালত তাঁদের বিবাহবিচ্ছেদের রায় দিয়েছিল। সেই রায় বহাল রাখল গুজরাট হাইকোর্ট।
আহমেদাবাদের বাসিন্দা দম্পতির মধ্যে বিবাদ দীর্ঘদিন। ২০০২ সালে বিয়ে হয় তাঁদের। কার্যত বিয়ের পর থেকেই সমস্যার সূত্রপাত হয়। স্বামী এবং তাঁর পরিবার পেঁয়াজ-রসুন খান। স্ত্রী খান না। এই নিয়েই ঝামেলা। আদালত সূত্রে জানা গিয়েছে, মহিলা নির্দিষ্ট ধর্মীয় পথ 'স্বামীনারায়ণ' সম্প্রদায়ের অনুসারী। সেই কারণেই তিনি পেঁয়াজ-রসুন ছাড়া খাবার খান। মাঝে আদালতের নির্দেশে মহিলার শাশুড়ি দুই ভাগে রান্না করছিলেন। পেয়াঁজ-রসুন-সহ এবং পুত্রবধূর জন্য পেঁয়াজ-রসুন ছাড়া আলাদা খাবার।
আদালতের পর্যবেক্ষণ, ধর্ম অনুসরণ এবং পেঁয়াজ-রসুন খাওয়া উভয়পক্ষের বিরোধের সূত্রপাতের কারণ। পারিবারিক আদালতের বিবাহবিচ্ছেদের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হলেও বিবাহবিচ্ছেদের বিষয়ে আপত্তি জানাননি স্ত্রী। তবে খোরপোশের বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছেন মহিলা। বিচারপতি ভিশেন এবং থাকোরের বেঞ্চ পরিবার আদালতের বিবাহ বিচ্ছেদের রায়ই বহাল রাখল।
