shono
Advertisement
Delhi

এসির রিমোট কার? সাতপাকে 'অষ্টম বচন' নব দম্পতির, ভাইরাল ভিডিও

হাসির রোল বিয়ের মণ্ডপে।
Published By: Kishore GhoshPosted: 09:38 PM Dec 06, 2025Updated: 09:38 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুধর্মের বিয়ে মানেই অগ্নিসাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়া। সাতজন্মের সঙ্গীর সঙ্গে গাঁটছড়া। এইসঙ্গে 'সাত বচন' বা প্রতিশ্রুতিও। মূলত যুগলের সারজীবন ভালবাসার সম্পর্ক, সম্মান, সততার অঙ্গীকার থাকে এই সাত বচনে। দিল্লির একটি বিয়েতে দুষ্টু বর যোগ করলেন অষ্টম বচন। যা শুনে হাসির রোল উঠল বিয়ের মণ্ডপে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

বিয়ে ছিল মায়ঙ্ক ও দিয়ার। সব কিছু প্রথা মতোই চলছিল। কিন্তু 'অষ্টম বচনে' চমকে দেন যুবক। সকলকে চমকে দিয়ে তিনি বলেন, "আমি ওর কাছে আরও একটা প্রতিশ্রুতি চাই। রাজি হতে হবে। পরে না বলতে পারবে না।" প্রাথমিকভাবে সকলে চুপ হয়ে যান। অনেকেই কৌতূহলী হন... ব্যাপারটা কী! কনে দিয়াও অবাক। এমন সময় মায়ঙ্ক বলেন, "এসির টেম্পারেচার কিন্তু আমিই সেট করব।" বরের এই খুনসুটি মন্তব্য শুনে বিয়েবাড়ির সকলে হাসিতে ফেটে পড়েন। মায়ঙ্ক আরও বলেন, "রেকর্ড হচ্ছে কিন্তু...।" প্রাথমিক জড়তা কাটিয়ে নববধূ দিয়া উত্তর দেন, 'রাজি'।

ইনস্টাগ্রামে সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে এই ভিডিও। দুই মিলিয়ানের দিকে ছুটছে ভিউজ। নেটিজেনরা বেজায় মজা পেয়েছে বরের 'অষ্টম বচনে'। সব্বার কৌতূহল--কতয় চলবে নব দম্পতির এসি? কার ইচ্ছে মান্যতা পাবে? একজন লিখেছেন, 'যতই বলুন স্ত্রীই এসির তাপমাত্রা কত হবে তা ঠিক করবেন'। একজন ইমোজি-সহ লিখেছেন, 'বড্ড কঠিন প্রতিশ্রুতি হয়ে গেল'। এক নেটিজেনের মন্তব্য, 'এসির টেম্পারেচারের বিষয়টি আমরাই ঠিক করব'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ে ছিল মায়ঙ্ক ও দিয়ার। সব কিছু প্রথা মতো চলছিল।
  • ইনস্টাগ্রামে সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে এই ভিডিও।
Advertisement