shono
Advertisement

এবার ৬১ লক্ষ টাকায় নিলাম গণেশ পুজোর প্রসাদী লাড্ডু! চুরমার পুরনো রেকর্ড

নিলামে ৪৫ লক্ষ টাকা দাম রাখা হয়েছিল লাড্ডুটির।
Posted: 07:20 PM Sep 12, 2022Updated: 10:57 PM Sep 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণেশ পুজো (Ganesh Puja) বলতে লোকে বোঝে মুম্বইয়ের (Mumbai) কথা। কানে বাজে ‘গণপতি পাপ্পা মরিয়া ধ্বনি’। কিন্তু হায়দ্রাবাদেও (Hyderabad) বিরাট জনপ্রিয় গণপতির পুজো। ধুমধাম করে পুজো হয় গোটা শহরজুড়ে। নিজামের শহরের তেমনই এক গণেশ পুজোর প্রসাদী লাড্ডু (Laddoo) নিলামে উঠলে রেকর্ড দাম ৬১ লক্ষ টাকায় বিক্রি হয় শনিবার। জানা গিয়েছে, মারাকাতা প্যান্ডেলের (Marakatha Pandal) ওই লাড্ডুটি কিনে নিয়েছে রিচমন্ড ভিলার (Richmond Villa) বাসিন্দারা।

Advertisement

স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন গণেশের লাড্ডু পরিবারে সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে। এতে পরিবারের সদস্যরা সুস্থ থাকেন। উল্লেখ্য, লাড্ডু নিলামের মাধ্যমেই হায়দ্রাবাদের বালাপুর গণেশ মূর্তি বিসর্জনের শোভাযাত্রার সূচনা হয়৷ শহরে লাড্ডু নিলাম হচ্ছে ১৯৯৪ সাল থেকে। সেবার স্থানীয় বাসিন্দা পেশায় চাষি কোলান মোহন রেড্ডি ৪৫০ টাকায় একটি বালাপুর লাড্ডু কিনেছিলেন। এরপর থেকেই অব্যাহত গণেশ পুজোয় লাড্ডু নিলামের প্রথা।

[আরও পড়ুন: পরীক্ষা দিতে জীবনের ঝুঁকি নিয়ে নদী সাঁতরে পার হলেন তরুণী, ভিডিও ভাইরাল]

এবছর বিখ্যাত বালাপুর লাড্ডু (Balapur Laddoo) নিলাম হয়েছে ২৪ লক্ষ ৬০ হাজার টাকায়। ওই লাড্ডুর ওজন ছিল প্রায় ২১ কেজি। অন্যদিকে নিলামে মারাকথা শ্রী লক্ষ্মী গণপতি উৎসব প্যান্ডেলের লাড্ডুর দাম রাখা হয়েছিল ৪৫ লক্ষ টাকা। সেই লাড্ডুই রিচমন্ড ভিলার বাসিন্দারা কিনে নেন ৬০ লক্ষ ৮ হাজার টাকায়। অর্থাৎ প্রায় ৬১ লক্ষ টাকায়।

[আরও পড়ুন: বিহার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী মোদি আর ধোনি! অ্যাডমিট কার্ড দেখে তাজ্জব নেটদুনিয়া]

রিচমন্ড ভিলা সান সিটির এক বাসিন্দা ড. সাজি ডিসুজা জানান, ১০০ জন বাসিন্দা মিলিতভাবে হাফ কোটির বেশি দামে ওই লাড্ডু কিনেছেন। সাজি বলেন, “আমাদের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ সব ধর্মের মানুষ রয়েছেন। আমরা মানবতায় বিশ্বাস করি। আমাদের সকলের একত্রিত হওয়ার উৎসব হল গণেশ পুজো। মানবতা উদযাপনের উপলক্ষ।” অন্যদিকে প্রসাদী লাড্ডু নিলামে তোলা মারাকাতা পুজো কমিটির অন্যতম সদস্য ভেঙ্কট রাও বলেন, “নিলামের অর্থ বালাপুর অঞ্চলের মন্দির সংস্কারের কাজে লাগানো হবে।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার