সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে শিশুকে শৌচালয়ে নিয়ে যাওয়ার সময় সোনার চেন চুরি! ইন্ডিগোর বিমানসেবিকার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন প্রিয়ঙ্কা মুখোপাধ্যায় নামে এক যাত্রী। প্রিয়ঙ্কা দাবি করেছেন, তাঁর ছেলের গলার সোনার চেনটি চুরি গিয়েছে। বিমানসেবিকার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন ওই তরুণী। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্তে সহযোগিতা করবে।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, ইন্ডিগোর বিমানে (৬ই-৬৬১) কেরলের তিরুঅনন্তপুরম থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিল দুই শিশুসন্তান। প্রিয়ঙ্কার পাঁচ বছরের ছেলেকে শৌচালয়ে নিয়ে গিয়েছিলেন বিমানসেবিকা অদিতি অশ্বিনী শর্মা। ছেলে ফিরে আসা পর দেখেন গলার সোনার চেন নেই। প্রিয়াঙ্কা পুলিশকে জানিয়েছেন, সোনার চেনটির ওজন ২০ গ্রাম। বাজারদর প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি।
এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, ৬ই-৬৬১ উড়ানের বিমানসেবিকার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে আমরা অবহিত। যাত্রীর অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা দেখছি। তদন্তকারী সংস্থাকে সব রকমভাবে সাহায্য করা হবে বিমান সংস্থার তরফে।