shono
Advertisement

Breaking News

ব্যস্ত রাস্তায় অতিকায় বিলবোর্ডে চলল পর্ন ভিডিও! শোরগোল বাগদাদে

ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নীল ছবি চলার ভিডিওটি।
Posted: 12:31 PM Aug 23, 2023Updated: 12:31 PM Aug 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথচলতি মানুষরা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। রাস্তার ধারের জায়ান্ট ইলেকট্রনিক বিজ্ঞাপনের বোর্ডে চলছে নীল ছবি! এমনই কাণ্ড বাগদাদের (Baghdad) গুরুত্বপূর্ণ নাফিয়া স্কোরে। তড়িঘড়ি শহরের সমস্ত বিজ্ঞাপন বোর্ড বন্ধ করে দিল ইরাক (Iraq) প্রশাসন। এমন ঘটনায় বিতর্ক তুঙ্গে। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে পথের ধারে অতিকায় বোর্ডে নীল ছবি চলার ভিডিও।

Advertisement

কী করে ঘটল এমন? জানা গিয়েছে, এর পিছনে রয়েছেন এক হ্যাকার। তিনিই সিকিউরিটি পরিকাঠামো হ্যাক করেন। এবং বিজ্ঞাপন সম্প্রচারের পরিবর্তে পর্নোগ্রাফি চালিয়ে দেন। পরে ইরাক পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে। কিন্তু কেন এমন কাণ্ড করলেন অভিযুক্ত? আসলে যে এজেন্সি ওই ডিসপ্লে বোর্ডের মালিক, তাদের সঙ্গেই আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্যা ছিল তাঁর। তাই ‘প্রতিশোধ’ নিতেই এমন আজব কাণ্ড ঘটালেন তিনি।

[আরও পড়ুন: সফলভাবে অবতরণ করুক চন্দ্রযান, প্রার্থনায় নিউ ইয়র্ক থেকে বারাণসী]

প্রসঙ্গত, গত মার্চে বিহারের পাটনায় এমনই ঘটনা ঘটেছিল। পাটনা স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মের একের পর এক স্ক্রিনে ভেসে ওঠে পর্ন ছবি। প্রায় মিনিট তিনেক তা দেখানোও হয়। স্টেশনে থাকা প্রায় সকলেই অস্বস্তিতে পড়ে যান। সেই ঘটনারই প্রতিফলন দেখা গেল বাগদাদে।

[আরও পড়ুন: রাজস্থানে ট্রাকের ধাক্কায় তালগোল পাকিয়ে গেল গাড়ি, মৃত কমপক্ষে ৬ জন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার