shono
Advertisement

‘স্পেশাল ২৬’-এর কায়দায় ‘রেড’ সরকারি কর্মীর বাড়িতে, ৩৫ লক্ষ নিয়ে উধাও প্রতারকরা

অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে ডাকাতির মামলা করে তদন্ত নামে পুলিশ।
Posted: 12:47 PM Oct 25, 2023Updated: 01:19 PM Oct 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয়কুমার অভিনীত ‘স্পেশাল ছাব্বিশ’ ছবির সূত্রে ভুয়ো সিবিআইয়ের কাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল অনেকেই। কতকটা একই ধরনের ঘটনা ঘটে মহারাষ্টের (Maharashtra) নবি মুম্বইয়ে। সেখানে দুর্নীতি দমন শাখার (Anti-Corruption Bureau) আধিকারিক সেজে এক সরকারি আধিকারিকের বাড়িতে ‘রেড’ করে প্রতারকদের একটি দল। দিনে দুপুরে অভিযান চালিয়ে ৩৫ লক্ষ টাকা নিয়ে গায়েব হয়েছিল তাঁরা। মঙ্গলবার অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

গত ২১ জুলাই এসিবি আধিকারিক সেজে নবি মুম্বইয়ের (Navi Mumbai) আরোলি এলাকার সরকারি আধিকারিকের বাড়িতে ঢোকে ছয় জনের একটি দল। ভুয়ো অভিযান চালিয়ে নগদ-সহ ৩৪ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের সামগ্রী নিয়ে চম্পট দেয় দলটি। প্রতারণার বিষয়টি বোঝমাত্র পুলিশে অভিযোগ দায়ের করেন পিডাব্লুডি-র অবসরপ্রাপ্ত কর্মী। পুলিশে দায়ের করা অভিযোগ তিনি জানান, ‘রেড’ চলাকালীন স্ত্রীকে হত্যা করার হুমকিও দেয় অভিযুক্তরা।

[আরও পড়ুন: ‘টাকার জন্য বিবেক বেচে দিয়েছেন’, ‘ভুয়ো ডিগ্রিধারী’ কটাক্ষ শুনতেই মহুয়াকে পালটা নিশিকান্ত দুবের]

অভিযোগ পেয়ে অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে ডাকাতির মামলা করে তদন্ত নামে পুলিশ। বিরার থানার আধিকারিক রাজেন্দ্র কাম্বলে জানান, সম্প্রতি নবি মুম্বই পুলিশ ওই ডাকাতির ঘটনায় ১১ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। মূলচক্রীর নাম অমিত বারিক (৩৫)। পরবর্তী তদন্ত চলছে। 

[আরও পড়ুন: ‘দৃশ্যম’ ছবিই অনুপ্রেরণা! অনলাইনে বিষ নিয়ে সার্চ করে দুই বোনকে খুন, স্বীকারোক্তি দাদার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার