সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ হয়ে আসছে বছর। ধীরে ধীরে সবাই ফিরে দেখছে কি হল সারা বছরজুড়ে। এরকমই একটি রিপোর্ট বের করেছে সুইগি ইন্সটামার্ট। আর সেই রিপোর্টেই জানা গিয়েছে এক অদ্ভুত তথ্য। শুধু কন্ডোম কিনেই বিল হয়েছে লক্ষ টাকার বেশি। কিনেছেন একই ব্যক্তি। শুধু সেপ্টেম্বরেই কন্ডোম বিক্রি বেড়েছে ২৪ শতাংশ।
সুইগি ইন্সটামার্ট তাদের বছরের শেষের রিপোর্ট দিয়েছে। যেখানে ২০২৫ সালে তাদের অনলাইন অ্যাপ ব্যবহার করে ভারতে কেনাকাটার বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বেশ কিছু অদ্ভুত প্রবণতা দেখা গিয়েছে। এর মধ্যে অন্যতম চেন্নাইয়ের একজন ব্যবহারকারী।
জানা গিয়েছে, এই ব্যক্তি সারা বছর ধরে কেবল কন্ডোম কিনে ১ লক্ষ ৬ হাজার ৩৯৮ টাকা খরচ করেছেন। এই ব্যবহারকারী ২২৮টি অর্ডার করেছেন। প্রতিটি অর্ডারেই তিনি কন্ডোম কিনেছেন বলে জানা গিয়েছে। এর অর্থ গড়ে প্রতি মাসে প্রায় ১৯টি অর্ডার করেছেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংস্থার বিক্রির তালিকায় কন্ডোম একটি অত্যন্ত জনপ্রিয় পণ্য। প্রতি ১২৭টি অর্ডারের মধ্যে একটি অর্ডার হয়েছে কন্ডোম। সেপ্টেম্বর মাসে এই পণ্যের বিক্রি ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে সারা বছরের মধ্যে সেপ্টেম্বর মাসেই সবথেকে বেশি কন্ডোম বিক্রি করেছে সংস্থাটি।
অন্যদিকে, মুম্বইয়ের একটি অ্যাকাউন্ট রেড বুল সুগার ফ্রি কেনার জন্য ১৬.৩ লক্ষ টাকা খরচ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, চেন্নাইয়ের একজন ব্যবহারকারী শুধুমাত্র পোষ্যের খাবারের জন্য ২.৪১ লক্ষ টাকা খরচ করেছেন।
এর পাশাপাশি, বেঙ্গালুরুর একজন ব্যবহারকারী ডেলিভারি পার্টনারদের ৬৮ হাজার ৬০০ টাকা টিপস দিয়েছেন। এই তালিকায় বেঙ্গালুরুর পরেই রয়েছে চেন্নাই। সেখানে ডেলিভারি পার্টনারদের ৫৯ হাজার ৫০৫ টাকা টিপস দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, "বেঙ্গালুরু ভারতের প্রযুক্তি রাজধানীর পাশপাশি টিপিংয়ের রাজধানী।"
রিপোর্টে দেখা গিয়েছে, নয়ডার একজন ব্যক্তি এক অর্ডারে ব্লুটুথ স্পিকার, এসএসডি এবং রোবোটিক ভ্যাকুয়াম কিনে ২.৬৯ লক্ষ টাকা খরচ করেছেন। হায়দ্রাবাদের একজন ব্যবহারকারী এক অর্ডারে তিনটি আইফোন ১৭ কিনেছেন ৪.৩ লক্ষ টাকা দিয়ে। ভ্যালেন্টাইন্স ডে-তে চরমে পৌঁছায় গোলাপের অর্ডার। প্রতি মিনিটে ৬৬৬টি গোলাপ অর্ডার করা হয়েছে ওইদিন।
সুইগি ইন্সটামার্টের প্রতিবেদনে ভারতের ক্রমবর্ধমান ডিজিটাল শপিং-এর প্রবণতা তুলে ধরা হয়েছে। ব্যবহারকারীরা আইফোন থেকে শুরু করে মুদিখানার জিনিস, এমনকি বিলাসবহুল জিনিসপত্র সবকিছুই অর্ডার করছেন অনলাইনে।
