বিশ্বজুড়ে ডিজিটাল বিপ্লবে বছরভর ভাইরাল হয় বহু ঘটনা। হয়তো সেগুলি কয়েক সেকেন্ডের। কিন্তু প্রভাব দীর্ঘমেয়াদি। কখনও ভিডিওগুলি এনেছে ঠোঁটে হাসি, কখনও ভিজিয়েছে চোখ। কখনওবা আবার বিতর্কের আগুনে ঢেলেছে ঘি। আবার কখনও বাধ্য করিয়েছে ভাবতে। সমাজমাধ্যমের দৌলতে ভিডিওগুলি কার্যত বদলে দিয়েছে নেটিজেনদের কথোপকথনের ভাষা। রাজনীতি থেকে খেলা, সম্পর্ক থেকে বিজ্ঞান এক নজরে দেখে নেওয়া যাক এবছরের সেরা ১০টি আলোড়ন ফেলে দেওয়া ভাইরাল ভিডিও।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ১০০০ডিগ্রিতেও অক্ষত গীতা!
গত ১২ জুন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। জানা যায়, কিছুক্ষণের জন্য দুর্ঘটনাস্থলের তাপমাত্রা ১০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আশ্চর্যজনকভাবে সেখান থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয় একটি শ্রীমদ্ভগবত গীতা। এই সংক্রান্ত একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়।
বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে অধ্যাপিকা ও ছাত্রের বিয়ে
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘ম্যাকাউট’-এর হরিণঘাটা ক্যাম্পাসের শ্রেণিকক্ষে অধ্যাপিকা এবং ছাত্রের বিয়ে! সমাজমাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই তুমুল বিতর্ক হয়। তবে অধ্যাপিকা দাবি করেন, এই বিয়ে সত্যি ছিল না। বিশ্ববিদ্যালয়ের ফ্রেশার্স পার্টির অংশ হিসাবে একটি নাটকের আয়োজন করা হয়েছিল। এটি তারই অংশ। তবে ভিডিওটি ঘিরে শোরগোল পড়ে যায়।
কোল্ডপ্লেকনসার্ট কাণ্ড
স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে কোল্ডপ্লে’র শো দেখতে গিয়েছিলেন বিখ্যাত সংস্থার সিইও বিখ্যাত সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন। কনসার্টে থাকা কিস ক্যাম তাঁদের দিকে তাক করতেই মুখ লুকিয়ে ফেলেন যুগল। ভিডিও ভাইরাল হতেই সমাজমাধ্যমে শোরগোল পড়ে যায়। চলে বিতর্কও। কেননা সেই প্রেমিকা আর কেউ নয়, তাঁরই সংস্থার এইচআর হেড ক্রিস্টিন ক্যাবো! ফাঁস হয়ে যায় তাঁদের পরকীয়া।
বুমরাহর সেলিব্রেশনে পাকিস্তানের ‘বিমান ধ্বংস’
অপারেশন সিঁদুরে ভারতের ছ’টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। সেই প্রসঙ্গটি চলে আসে খেলার মাঠেও। এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ চলাকালীন পাকিস্তানি বোলার হ্যারিস রউফ ইশারা করেন, উড়তে উড়তে ভূপাতিত হয়েছে বিমান। হাতের ছয় আঙুলও দেখান তিনি। এর কয়েকটা ম্যাচ পরই রউফকে যোগ্য জবাব দেন জসপ্রীত বুমরাহ। তাঁর উইকেট উড়িয়ে পালটা পাক বিমান ভূপতিত হওয়ার ভঙ্গি দেখান ভারতীয় পেসার।
বন্যা-বিধ্বস্ত পাকিস্তানে লাইভ করতে এসে ভেসে গেলেন সাংবাদিক
এবছরের মাঝামাঝি সময়ে ভয়ংকর বন্যার কবলে পড়ে পাকিস্তান। রাওয়ালপিণ্ডির কাছে চাহান বাঁধের কাছে বন্যা পরিস্থিতির খবরের লাইভ করতে করতে আসেন এক সাংবাদিক। তাতেই ঘটে যায় বিপত্তি। জলের স্রোতে ভেসে যান ওই সাংবাদিক। ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ সাংবাদিকের সাহসের প্রশংসা করেন। তেমনই কেউ কেউ আবার জীবন বাজি রেখে এভাবে খবর করার পরিপন্থী।
বিয়ের দু’ঘণ্টা আগে প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরে চুমু তরুণীর
কথায় আছে সম্পর্ক অত্যন্ত জটিল। সেটাই যেন অক্ষরে অক্ষরে ফের মিলে গেল। জীবনের নতুন অধ্যায় শুরুর আগে কনের সাজে কাঁদতে কাঁদতে নিজের প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরে চুমু খান এক তরুণী। মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি। তবে ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তবে অধিকাংশই কটাক্ষ করেছেন ওই তরুণীকে।
বিদেশিনীকে দেখে প্রকাশ্যে হস্তমৈথুন যুবকের!
‘আপনার সঙ্গে সঙ্গম করতে চাই’। এক বিদেশি মহিলাকে এই ভাষাতেই কুপ্রস্তাব দিয়েছিলেন ওই যুবক। আর তা প্রত্যাখ্যাত হতেই ন্যক্কারজনক ঘটনা ঘটান তিনি। মহিলার সামনেই তিনি মেতে ওঠেন হস্তমৈথুন। ঘটনাটি শ্রীলঙ্কার। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে যায় সমাজমাধ্যমে।
ভরা মঞ্চে তরুণীর হিজাব ধরে টান নীতীশের
বছরের একেবারে শেষ প্রান্তে এসে বিতর্কে জড়ান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভরা মঞ্চে এক তরুণী চিকিৎসকের হিজাবে হ্যাঁচকা টান মেরে তা খুলে ফেলার চেষ্টা করেন তিনি। গোটা ঘটনায় নিন্দার ঝড় ওঠে সমাজমাধ্যমে। নীতীশের সমালোচনায় সরব হয় কংগ্রেস-সহ বিরোধীরা।
সুনীতা উইলিয়ামসদের অভ্যর্থনা জানাতে সমুদ্রে হাজির ডলফিনরা
গত বছরের মে মাসে স্পেস এক্সের রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। ২৮৬ দিন পর এবছর মার্চ মাসে তারা পৃথিবীতে ফিরে আসে। ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে ‘ড্রাগন ফ্রিডম’। তখনই দেখা যায় একদল ডলফিনকে। যেন তারা স্বাগত জানাচ্ছে সুনীতাদের। মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই মুগ্ধ হয়ে যান নেটিজেনরা।
হোয়াইট হাউসে ‘অপমানিত’ জেলেনস্কি
গত ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রাশিয়া-ইউক্রেন শান্তি, ইউক্রেন-আমেরিকার খনিজ চুক্তি এই সব বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করছিলেন তিনি। কিন্তু আলোচনার মধ্যেই বাদানুবাদে জড়ান দুই রাষ্ট্রনেতা। তুমুল বচসার পর জেলেনস্কি ও তাঁর প্রতিনিধি দলকে হোয়াইট হাউস ছাড়ার নির্দেশ দেন ট্রাম্প।
